বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬, ১১:১৫:৩২

ফ্রি টেলিটক সিম পাবেন প্রাথমিক শিক্ষার্থীর মায়েরা

ফ্রি টেলিটক সিম পাবেন প্রাথমিক শিক্ষার্থীর মায়েরা

নিউজ ডেস্ক : রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল ফোন অপারেটর টেলিটকের মাধ্যমে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা দেবে সরকার। এ ক্ষেত্রে ওই সব শিক্ষার্থীর মায়েরা বিনা মূল্যে টেলিটক সিম পাবেন। প্রাথমিকভাবে ২০ লাখ সিম বিতরণ করা হবে। ভবিষ্যতে সিমের সঙ্গে একটি হ্যান্ডসেটও ফ্রি দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার। থাকবে প্রতি মাসে ১৫ টাকার ফ্রি টকটাইমও।

টেলিটকের ‘মায়ের হাসি’ নামে নতুন এই সেবায় রূপালী ব্যাংকের শিওরক্যাশ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সারা দেশে প্রান্তিক পর্যায়ে শিক্ষার্থীদের মাসিক উপবৃত্তির অর্থ দেওয়া হবে। এ জন্য টেলিটক ও রূপালী ব্যাংকের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার এবং ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের উপস্থিতিতে গতকাল বুধবার সচিবালয়ে এ চুক্তি সই হয়। টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গিয়াস উদ্দিন আহমেদ এবং রূপালী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্তী চুক্তিতে সই করেন।

প্রাথমিক ও গণশিক্ষা সচিব হুমায়ুন খালিদ, প্রথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আবু হেনা মোস্তফা কামাল, শিওরক্যাশের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শাহাদাত খানসহ দুই মন্ত্রণালয়, টেলিটক ও রূপালী ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, প্রাথমিকে ১০০ টাকা এবং প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের মাসিক ৫০ টাকা করে উপবৃত্তি দেওয়া হচ্ছে। প্রতি তিন মাস অন্তর তারা এই অর্থ পাচ্ছে।

বর্তমানে প্রাথমিকে (প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত) মোট শিক্ষার্থীর সংখ্যা এক কোটি ৯৫ লাখ ৫২ হাজার ৯৭৯ এবং প্রাক-প্রাথমিকে ৩০ লাখ ৮৮ হাজার ৪৬০ জন। চলতি বছর থেকে প্রাথমিকের শতভাগ শিক্ষার্থীকে উপবৃত্তির আওতায় আনা হয়েছে।

বিকেটিটিসির সঙ্গে চুক্তি : জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) কার্যালয়ে টেলিটক ও বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের (বিকেটিটিসি) মধ্যে গতকাল সকালে ‘অনলাইন ও এসএমএসের মাধ্যমে নিবন্ধন’ বিষয়ে একটি চুক্তি সই হয়। টেলিটকের পক্ষে উপমহাব্যবস্থাপক (ভ্যাস) শাকিল আহমেদ ও বিকেটিসিসির পক্ষে ড. প্রকৌশলী মো. সাকাওয়াত আলী  চুক্তিতে সই করেন।

এ সময় টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দীন আহমেদ, বিএমইটির মহাপরিচালক এবং টেলিটকের মহাব্যবস্থাপক (ভ্যাস) সাহাব উদ্দিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই চুক্তির মাধ্যমে ওই প্রশিক্ষণ কেন্দ্রের আগ্রহী প্রার্থীরা তাদের বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির ফি টেলিটকের মাধ্যমে পরিশোধ করতে পারবে। এ ছাড়া ওই অনুষ্ঠানে বিএমইটির অন্যান্য কার্যক্রমকে ডিজিটালাইজেশনের বিষয়ে মতবিনিময় হয়।
২৫ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে