নিউজ ডেস্ক : বাংলাদেশে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট জানিয়েছে, তারা শিগগিরিই আনসার আল ইসলাম নামে একটি সংগঠনকে নিষিদ্ধ করার প্রস্তাব পাঠাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।
এর আগেও দু দফায় জেএমবি ও হিযবুত তাহরীর সহ কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছিলো সরকার।
সাম্প্রতিক সময়ে কয়েকটি হামলার ঘটনায় নাম আসা সংগঠন আনসারুল্লাহ বাংলা টীমকে নিষিদ্ধ করা হয়েছিলো গত বছর।
এখন আবার নতুন আরেকটি সংগঠনকে নিষিদ্ধ করার কথা বলা হচ্ছে, কিন্তু সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করলে কি লাভ হয়?
পুলিশের উপকমিশনার এবং ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মাসুদুর রহমান বলছেন , “কোন সংগঠন নিষিদ্ধ হলে তাদেরকে আইনের আওতায় আনা সহজ হয়। তাছাড়া এসব সংগঠনে যোগ দেয়াকেই নিরুৎসাহিত করা হয়। পাশাপাশি মানুষকেও সpচেতন করা যায়”।
কয়েকটি সংগঠনকে আগেও নিষিদ্ধ করা হয়েছে, সেটি কি কোন কাজে লেগেছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন জঙ্গিবাদ সবসময়ই আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে থাকে। তবে তাদের পুরোপুরি আইনের আওতায় আনতে হয়তো কখনো একটু সময় লাগে।
গত কয়েক বছরে যেসব সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে তারা কতটুকু দুর্বল হয়েছে ? জবাবে মিস্টার রহমান বলেন নিষিদ্ধ হলে তাদের মনোবলে আঘাত লাগে। কেউ এদের সাথে যোগ দিতে চাইলে সেটি ঝুঁকিপূর্ণ হয়।
সে কারণে এগুলো অবশ্যই জঙ্গিবাদ বিরোধী তৎপরতায় ভূমিকা রেখেছে বলে মনে করেন তিনি। তিনি বলেন নিষিদ্ধ ঘোষণার মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ সহজ হয়।
নিষিদ্ধ করলে নতুন নামে আসার প্রবণতা বেড়ে যায় কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন নিষিদ্ধ ঘোষণার পর তারা অন্য নামে আসলেও তদন্ত করে জানা গেলে নতুন সংগঠনকেও নিষিদ্ধ করার প্রক্রিয়া গ্রহণ করা হবে। -বিবিসি
২৫ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম