ঢাকা : মারা গেছেন বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী এএফএম মুহিতুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
মুক্তিযোদ্ধা মুহিতুল ইসলাম ১২ জুলাই থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কেবিন ব্লকের ৭ তলার নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
উল্লেখ্য, বঙ্গবন্ধুর রেসিডেন্ট পিএ ছিলেন মুহিতুল ইসলাম। তিনি সর্বশেষ ত্রাণ ও দুর্যোগ অধিদফতরের সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
রাজধানীর মিরপুর ১৪ নম্বরে সরকারি কোয়ার্টারে স্ত্রী এবং একমাত্র কন্যা সানজিদা বিলকিস বাঁধনকে নিয়ে থাকতেন তিনি।
২৫ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম