ঢাকা : শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শনিবার রাত সাড়ে ৮টায় বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে শুভ জন্মাষ্টমী উপলক্ষে গণমাধ্যমে দেয়া এক বাণীতে সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাদের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেছেন বেগম জিয়া।
২৫ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম