নিউজ ডেস্ক: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীকে পড়ে শোনানো হয়েছে মৃত্যু পরোয়ানা। বৃহস্পতিবার রাত ১০টায় গাজীপুরের কাশিমপুর কারাগারের জেলার ফরিদুর রেজা রুবেল মৃত্যু পরোয়ান পাঠ করেন। এসময় উপস্থিত ছিলেন কাশিমপুর কারাগার পার্ট-১ এর জেল সুপার সুব্রত কুমার বালা।
এর আগে রাত পৌনে ৯টার দিকে কারাগারের মাইক্রোবাসে করে লাল সালুতে মোড়া সাকা চৌধুরীর মৃত্যু পরোয়ানা গাজীপুরের কাশিমপুর কারাগারের পার্ট-১ এসে পৌঁছায়।
এর আগে আপিল মামলার রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের পর বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিন বিচারক তাদের মৃত্যু পরোয়ানায় সই করেন।
সম্প্রতি পুনর্গঠিত একমাত্র ট্রাইব্যুনালে চেয়ারম্যান হিসাবে রয়েছেন বিচারপতি মো. আনোয়ারুল হক। এছাড়া অন্য দুই বিচারপতি হলেন- মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ারদী।
কারাগার সূত্র জানায়, ট্রাইব্যুনালের রেজিস্টার শহীদুল আলম ঝিনুক পরোয়ানায় সই করার পর সিনিয়র আইন গবেষণা কর্মকর্তা পারভেজ আহমেদের নেতৃত্বে ট্রাইব্যুনালের কয়েকজন কর্মী মাইক্রোবাসে করে তা পৌঁছে দেন কাশিমপুর কারাগারে।
মৃত্যু পরোয়ানা কারাগারে পৌঁছার ঘণ্টা খানেক পরে কারাগারে থাকা ৬৬ বছর বয়সী সালাউদ্দিন কাদের চৌধুরীকে তা পড়ে শোনানো হয়।
১ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ