শুক্রবার, ২৬ আগস্ট, ২০১৬, ০৪:৫০:৩২

৯ নারীর হাতে এখন ৯ জেলার দায়িত্ব

৯ নারীর হাতে এখন ৯ জেলার দায়িত্ব

নিউজ ডেস্ক : জেলা প্রশাসক হিসেবে একদিনেই চার জেলায় নিয়োগ পেলেন ৪ নারী।  ৬৪ জেলায় এখন নারীর সংখ্যা ৯।  জেলা প্রশাসক হিসেবে এর আগে একসঙ্গে এত নারী কখরো কাজ করেননি।

নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এখন উদাহরণ। প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, জাতীয় সংসদের স্পিকার- তিনজনই নারী।  

নারী জেলা প্রশাসকরা হচ্ছেন-

বাংলাদেশের প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছিলেন রাজিয়া বেগম।  এরপর বিভিন্ন সময়ে জেলা প্রশাসক হিসেবে নারীরা নিয়োগ পেয়েছেন।  

গত ২৩ আগস্ট পর্যন্ত ৫ নারী জেলা প্রশাসক দায়িত্বরত।  তারা হলেন- মানিকগঞ্জে রাশিদা ফেরদৌস, হবিগঞ্জে সাবিনা আলম, পাবনায় রেখা রানী বালো, চুয়াডাঙ্গায় সায়মা ইউনুস, রাজবাড়ীতে জিনাত আরা কর্মরত আছেন।

২৩ আগস্ট নতুন করে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ফরিদপুরে বেগম উম্মে সালমা তানজিয়া, সিরাজগঞ্জে কামরুন নাহার সিদ্দীকা, মুন্সিগঞ্জে বেগম সায়লা ফারজানা এবং নাটোরে বেগম শাহিনা খাতুন।  
২৬ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে