ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে আমরণ অনশন শুরু করেছেন এক তরুণী। তার সাথে রয়েছে দুর্নীতিবিরোধী প্ল্যাকার্ড।
মাহবুবা ইয়াসমিন নামের ওই তরুণী গাজীপুর থেকে ঢাকায় এসে দুর্নীতির জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন বলে জানা গেছে।
জানা গেছে, মাহবুবা ইয়াসমিন গাজীপুরের শ্রীপুর থানার একটি স্কুলের শিক্ষিকা। প্রতিবার তার ও আরো চার সহকর্মীর বেতন উত্তোলন করতে একাধিক স্থানে ঘুষ দিতে হয়। পিয়ন থেকে কর্মকর্তা পর্যন্ত একাধিক স্থানে বারবার ঘুষ দিয়ে বেতন চালু করতে করতে বিরক্ত হয়ে আমরণ অনশনের সিদ্ধান্ত নেন তিনি।
মাহবুবা ইয়াসমিন গণমাধ্যমকে বলেন, দেশের সব ক্ষেত্রে ঘুষ বন্ধ করতে হবে। দুর্নীতি দূর করতে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড না করা পর্যন্ত আমরণ অনশন অব্যাহত রাখবেন তিনি।
শ্রীপুরের আদর্শ কারিগরি স্কুলের শিক্ষিকা মাহবুবা ইয়াসমিন বলেন, সম্প্রতি সিরাজগঞ্জের উল্লাহপাড়ার দুর্নীতিগ্রস্ত মুক্তিযোদ্ধা কমাণ্ডার রেজাকে গ্রেপ্তার করে তাকে শাস্তির মুখোমুখি করতে হবে। তার আমরণ অনশনের আরেকটি পয়েন্ট মন্ত্রীদের বিদেশ ভ্রমণের বিষয়ে স্বচ্ছতা। যথাযথ ব্যাখ্যা দিতে হবে বলেও জানান তিনি।
আজ শুক্রবার সকাল থেকে চারুকলা অনুষদের প্রধান গেটের কাছে আমরণ অনশন শুরু করেন মাহবুবা ইয়াসমিন। তার বাড়ি গাজীপুরের শ্রীপুর থানার বরমী গ্রামে।
২৬ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম