শুক্রবার, ০২ অক্টোবর, ২০১৫, ০১:০৯:০৯

আন্তর্জাতিক অঙ্গনে শেখ হাসিনার যতো অর্জন

আন্তর্জাতিক অঙ্গনে শেখ হাসিনার যতো অর্জন

নিউজ ডেস্ক : ১৯৯৯ থেকে শুরু। দীর্ঘ এই সময়ে অনেকগুলো পদক এবং পুরস্কারে ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, ইন্দিরা গান্ধী শান্তি পদক, ডক্টর অব লজ থেকে শুরু করে পার্ল এস বাক পুরস্কার অর্জন করেছেন মুজিবকন্যা। সর্বশেষ তিনি চ্যাম্পিয়ন্স অব দ্যা আর্থ পুরস্কারে ভূষিত হয়েছেন।

এক নজরে আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার যতো অর্জন:
১৯৯৯: প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ এবং প্রচেষ্টায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ২১ ফেব্রুয়ারির স্বীকৃতি।

১৯৯৯: মানবাধিকার প্রতিষ্ঠায় বিশেষ অবদানের জন্য ২০ অক্টোবর অস্ট্রেলিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ‘ডক্টর অব লজ’ ডিগ্রি অর্জন।

১৯৯৯: ক্ষুধার বিরুদ্ধে আন্দোলনে অবদানের স্বীকৃতিস্বরূপ এফ এ ও থেকে ‘সেরেস পদক’ লাভ।

২০০০: রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবাধিকারের ক্ষেত্রে সাহসিকতা ও দূরদর্শিতার জন্য যুক্তরাষ্ট্রের ম্যাকন ওমেনস কলেজ ‘পার্ল এস বাক পদক’ লাভ।

২০০০: ব্রাসেলসের ক্যাথলিক বিশ্ববিদ্যালয় থেকে ৪ ফেব্রুয়ারি ‘Doctor Honorius Causa’ গ্রহণ।

২০০০: এই বছরেরই ৫ সেপ্টেম্বর ‘University of Bridgeport’ কানেকটিকাট, যুক্তরাষ্ট্র শেখ হাসিনাকে ‘Doctor of Humane Letters’ প্রদান করে বিশ্ব শান্তি ও উন্নয়নে অবদানের জন্য।

২০০৫: গণতন্ত্র, মানবাধিকার ও শান্তির পক্ষে অবদান রাখার জন্য জুন মাসে শেখ হাসিনাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি অব রাশিয়া।

২০১০: শিশু মৃত্যুর হার হ্রাস করার লক্ষ্য MDG-4 অর্জনের স্বীকৃতি হিসেবে জাতিসংঘ MDG ( Millennium Development Goal) Award প্রদান করে।

২০১০: আন্তর্জাতিক উন্নয়নে অসমান্য অবদানের জন্য সেন্ট পিটাসবার্গ ইউনিভার্সিটি ২০১০ সালের ২৩ নভেম্বর শেখ হাসিনাকে সম্মানসূচক ডক্টরেট প্রদান করে।

২০১০: ‘ইন্দিরা গান্ধী শান্তি পদক-২০০৯’ এ ভূষিত হন শেখ হাসিনা।

২০১১: ইংল্যান্ডের হাউস অব কমন্সের স্পিকার Jhon Bercow MP গণতন্ত্র পুনরুদ্ধারে দূরদর্শী নেতৃত্ব, সুশাসন, মানবাধিকার রক্ষা, আঞ্চলিক শান্তি ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধিতে অনবদ্য অবদানের জন্য শেখ হাসিনাকে Global Diversity Award প্রদান করেন।

২০১১:  স্বাস্থ্যখাতে তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নারী ও শিশু মৃত্যুর হার কমানোর ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য International Telecommunication union ( ITU ) South South News এবং জাতিসংঘের আফ্রিকা সংক্রান্ত অর্থনৈতিক কমিশন যৌথভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে South South Award 2011: Digital Development Health পুরস্কারে ভূষিত করে ।

২০১২: বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষা এবং সাংস্কৃতিক কার্যক্রম এগিয়ে নিতে বিশেষ অবদানের জন্য UNESCO ১৬ জুন মুজিবকন্যা শেখ হাসিনাকে ‘Cultural Diversity’ পদকে ভূষিত করে।

২০১৩: খাদ্য নিরাপত্তা এবং ক্ষুধা ও দারিদ্র্য বিমোচনে বিশেষ অবদানের জন্য জাতিসংঘের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর সাউথ সাউথ কোঅপারেশন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো সাউথ সাউথ পুরস্কারে ভূষিত করে।

২০১৩: শেখ হাসিনার স্বপ্ন প্রসূত ‘একটি বাড়ি ও একটি খামার প্রকল্প’ ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত তথ্য-প্রযুক্তি মেলায় ২৩ সেপ্টেম্বর সাউথ এশিয়া ও এশিয়া প্যাসিফিক ‘Manthan Award’ ২০১৩ পদকে ভূষিত হন।

২০১৩: জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা ( এফএও) দারিদ্রতা, অপুষ্টি দূর করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করায় ১৬ জুন ‘Diploma Award’ পদকে ভূষিত করে।

২০১৪: নারী ও শিশু শিক্ষা ও উন্নয়নে বিশেষ অবদানের জন্য ইউনেস্কো শেখ হাসিনাকে শান্তিবৃক্ষ পদকে (Peace Tree Award ) ভূষিত করে।

এছাড়াও খাদ্য উৎপাদন ও তথ্য প্রযুক্তি ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্যের জন্য সেপ্টেম্বর ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটি তাকে সম্মাননা সার্টিফিকেট প্রদান করে।

২০১৫: ডিজিটাল বাংলাদেশ গঠন ও তথ্য প্রযুক্তির উন্নয়নে বিশেষ অবদানের জন্য জাতিসংঘ শেখ হাসিনাকে ITU (International Telecom Union ) Award প্রদান করে।

২০১৫: WIP ( Women in Parliament ) Global Award লাভ। রাজনীতিতে নারী পুরুষের বৈষম্য কমানোর ক্ষেত্রে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় নেতৃস্থানীয় ভূমিকা পালনের জন্য ২৫ মার্চ ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় এই পুরস্কার দেয়া হয়।
২০১৫: চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ পুরস্কার লাভ। জলবায়ু পরিবর্তনে ঝুঁকি মোকাবেলায় জাতিসংঘ শেখ হাসিনাকে এই পুরস্কারে ভূষিত করে।-চ্যানেলআই
২ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে