জুয়েল রাজ : জাতিসংঘের ৭০তম সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ শেষে বাংলাদেশের ফেরার পথে বৃহস্পতিবার লন্ডনে একদিনের যাত্রাবিরতি করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় কাটিয়ে আজ শুক্রবার বিকেলে তার দেশের উদ্দেশে যাত্রা শুরুর কথা রয়েছে। আর লন্ডনে আগে থেকেই অবস্থান করছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। তাদের মধ্যে দেখা-সাক্ষাৎ না হলেও এটা নিয়ে দুই দলের নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে চাপা উত্তেজনা।
একদিনের যাত্রা বিরতিকালে প্রধানমন্ত্রী দলীয় কোনো সভা সমাবেশে অংশ নেবেন না বলে জানিয়েছে স্থানীয় আওয়ামী লীগ। তবে আজ শুক্রবার নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে কুশল বিনিময় করবেন। অন্যদিকে যুক্তরাজ্য বিএনপি প্রস্তুতি নিচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করার। এজন্য তারা লন্ডনের ক্ল্যারেজ হোটেলের সামনে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে। আর আওয়ামী লীগ প্রস্তুতি নিচ্ছে যে কোনো প্রকার বাধা মোকাবিলা করার। যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি সুলতান মোহাম্মদ শরীফ বলেছেন, কেউ বাধা দিলে কিভাবে প্রতিহত করতে হয় আওয়ামী লীগ তা জানে।
এর আগে খালেদা জিয়ার লন্ডন সফরের শুরুতেই কাছাকাছি এলাকায় বিক্ষোভ করেছিল আওয়ামী লীগ। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছার আগেই আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতা-কর্মী সেখানে অবস্থান নিয়েছিলেন। অনেক প্রবাসীও যোগ দিয়েছিলেন তাদের সঙ্গে। হিথ্রো বিমানবন্দরে আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে ‘গণহত্যাকারী খালেদা জিয়ার বিচার চাই’ লেখা পোস্টার ছিল। বিএনপির সরকারবিরোধী আন্দোলনের সময়কার বিভিন্ন নাশকতামূলক ছবি সংবলিত পোস্টার হাতে দাঁড়িয়ে ছিলেন নেতা-কর্মীরা। ‘সন্ত্রাসীদের না বলুন’ হ্যাশট্যাগ সংবলিত পোস্টার বহন করেন তারা। তবে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।
আর নিউইয়র্কে সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জাতিসংঘ সদর দফতরের সামনে নানা স্লোগানে বিক্ষোভ করছিল স্থানীয় বিএনপি।
একদিন যাত্রা বিরতি কাটিয়ে আজ বিকেলেই প্রধানমন্ত্রীর বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করার কথা রয়েছে। আর বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া কবে দেশে ফিরবেন তা সম্পূর্ণ ‘চিকিৎসকের পরামর্শে’র ওপর নির্ভর করছে বলে জানা গেছে। অন্য একটি সূত্র জানিয়েছে, বিএনপির পুনর্গঠনসহ রাজনৈতিক বিভিন্ন বিষয়ে ছেলে তারেক রহমানের পরামর্শ ও দিকনির্দেশনায় চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেই তিনি দেশে ফিরবেন। এর আগে নাতনি, দুই ছেলের বউ ও ছেলে তারেক রহমানের সঙ্গে ছুটির আমেজে আরো কিছুদিন লন্ডনেই থাকছেন খালেদা জিয়া।-মানবকণ্ঠ
২ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে