আমানুর রহমান রনি : ময়মনসিংহের ত্রিশাল থেকে গ্রেফতারকৃত এক জেএমসি সদস্যের দেয়া তথ্যের ভিত্তিতে গুলশান হামলার মাস্টারমাইন্ড জঙ্গি তামিম আহমেদ চৌধুরীর সন্ধান পায় পুলিশ। এরপর পুলিশ নিশ্চিত হয়ে শনিবার সকালে (২৭ আগস্ট) নারায়ণগঞ্জের পাইকপাড়ায় তামিম চৌধুরীর বাসায় অভিযান চালায়। কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের এক কর্মকর্তা এই তথ্য জানান।
ওই কর্মকর্তা জানান, গত সপ্তাহে ময়মনসিংহের ত্রিশাল থেকে এক জেএমবি সদস্যকে গ্রেফতার করে ময়মনসিংহ ডিবি পুলিশ। এরপর সিটিটিসি’র কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের পাইকপাড়ায় অভিযান চালানো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা আরো বলেন, ‘গ্রেফতার হওয়া জেএমবি সদস্যের তথ্য যাচাই-বাছাই করা হয়েছে। নিজস্ব গোয়েন্দা ব্যবহার করা হয়েছে। তামিম চৌধুরীর ছবি বাড়িওয়ালাকে দেখানো হয়। তারপর নিশ্চিত হয়ে ওই অভিযান চালানো হয়।’
এদিকে, সিটিটিসি প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম জানান, জেএমবির এক সদস্যকে গ্রেফতারের পর তার দেয়া তথ্যের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার নারায়ণগঞ্জ শহর থেকে দুই কিলোমিটার দূরে পাইকপাড়ার বড় কবরস্থান এলাকায় একটি তিন তলা বাড়িতে এ অভিযান চালায় সিটিটিসি ও পুলিশ সদর দফতরের এলআইসি শাখা। সকাল পৌনে ৯টায় অভিযান শুরু হয়। প্রায় ১ ঘণ্টা অভিযান চলে।
‘অপারেশন হিট স্ট্রং ২৭’ নামে এই অভিযানে মাস্টারমাইন্ড তামিম আহমেদ চৌধুরসহ তিন জঙ্গি নিহত হয়। গুলশান ও শোলাকিয়া হামলার মাস্টারমাইন্ড হিসেবে অভিযুক্ত তামিম আহমেদ চৌধুরীর নাম নিশ্চিত করতে পারলেও বাকি দু’জনের নাম মানিক ও ইকবাল বলে ধারণা করছে পুলিশ। তবে এ দুজনের পরিচয় এখনো পুরোপুরি নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, নিহত অন্য দুই জঙ্গি মানিক ও ইকবাল হতে পারে বলে ধারণা করছেন তারা। এ দু’জন কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অভিযানের সময় পালিয়ে যায় বলেও সন্দেহ করছেন তারা।
পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ‘মানিক ও ইকবালের হাতের আঙুলের ছাপ সংগ্রহ করা হয়েছে। আজ জাতীয় নির্বাচন কমিশনে রক্ষিত জাতীয় পরিচয় পত্রের সার্ভারে তাদের হাতের ছাপের সঙ্গে তা মিলিয়ে দেখা হবে। একইসঙ্গে কল্যাণপুর অভিযানে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জঙ্গি রাকিবুল হাসান রিগ্যানকে তাদের ছবি দেখিয়ে পরিচয় শনাক্ত করার চেষ্টা করা হবে।’
প্রসঙ্গত, এরআগে তামিম চৌধুরীর বিষয়ে তথ্য চেয়ে পুলিশ ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল।-বাংলা ট্রিবিউন
২৬ আগস্ট, ২০১৬ এমটিনিউজ২৪/শান্ত/মো:শাই