রবিবার, ২৮ আগস্ট, ২০১৬, ০৫:০৪:০৯

ঈদের অগ্রিম টিকিট পাওয়া যাবে সোমবার থেকে

ঈদের অগ্রিম টিকিট পাওয়া যাবে সোমবার থেকে

ঢাকা : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকার কমলাপুর ও চট্টগ্রাম স্টেশন থেকে ২৯ আগস্ট সোমবার সকাল ৮টা থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

রেলওয়ে সূত্র জানায়, টিকিট বিক্রির সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে।  আগামীকাল ২৯ আগস্ট প্রথমদিন বিক্রি হবে ৭ সেপ্টেম্বরের টিকিট।  এরপর ৩০ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত যথাক্রমে দেয়া হবে ৮, ৯, ১০ ও ১১ সেপ্টেম্বরের টিকিট।

ঈদ-পরবর্তী সময়ে রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন হতে বিশেষ ব্যবস্থাপনায় ৫ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত অগ্রিম বিক্রি হবে যথাক্রমে ১৪, ১৫, ১৬, ১৭ এবং ১৮ সেপ্টেম্বরের টিকিট।

একজন যাত্রী সর্বাধিক ৪টি টিকিট কিনতে পারবেন। তবে ঈদে উপলক্ষে ১১ ও ১২ সেপ্টেম্বর ঢাকা-কলকাতা-ঢাকা পথে মৈত্রী ট্রেন চলাচল করবে না।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে ওয়ার্কসপ হতে অতিরিক্ত ১৪০টি কোচ সপ আউট-টার্নসহ ১ হাজার ১৪৬টি যাত্রীবাহী কোচ সরবরাহ করা হবে।
২৮ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে