ঢাকা : স্মার্টকার্ড দেওয়ার আগে জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য আরও এক মাস সময় দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সব উপজেলা নির্বাচন কর্মকর্তাদের এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারির জন্য নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মাহফুজা আক্তার স্বাক্ষরিত এ চিঠিতে বলা হয়, স্মার্টকার্ড জাতীয় পরিচয়পত্র ইস্যু করার আগে এনআইডি সংশোধন বিষয়ে ইসি সিদ্ধান্ত নিয়েছে-আগামী ৩১ অক্টোবরের মধ্যে নাগরিকরা সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে আবেদন করবেন। সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করবেন।
আবেদন পাওয়ার সাত দিনের মধ্যে এ বিষয়ে মতামত-সুপারিশসহ তা জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে পাঠাতে নির্দেশও দিয়েছে ইসি।
বর্তমানে ৯ কোটি ৬২ লাখেরও বেশি ভোটার রয়েছে। এর মধ্যে অর্ধ কোটির কাছে জাতীয় পরিচয়পত্র নেই। যাদের হাতে জাতীয় পরিচয়পত্র নেই তাদের জন্য ‘সাময়িক এনআইডি’র ব্যবস্থা করেছে ইসি।
প্রতিদিন হাজার হাজার নাগরিক পরিচয়পত্র সংশোধনের জন্য আসছে রাজধানীর এনআইডি কার্যালয়ে, হয়রানি-ভোগান্তির অভিযোগও রয়েছে।
গত আগস্ট মাসে এনআইডি সংশোধনের জন্য এক দফা সুযোগ দেওয়া হয়। বিনামূল্যে সংশোধন ও ডুপ্লিকেট জাতীয় পরিচয়পত্র সংগ্রহের সুযোগ শেষে ১ সেপ্টেম্বর থেকে ফি কার্যকর হয়।
ইসি কর্মকর্তারা জানান, নির্ভুল স্মার্টকার্ড দেওয়ার সুবিধার্থে এবার আরো এক মাস সময় বাড়ানো হল। নির্ধারিত ফি দিয়ে ভোটারকে সংশ্লিষ্ট উপজেলায় সংশোধনের আবেদন করতে হবে।
স্মার্টকার্ড নিয়ে ফ্রান্সের একটি সংস্থার সঙ্গে চুক্তির নয় মাস পেরোলেও বিতরণের দিন-তারিখ ঘোষণা করেনি ইসি।
সচিব মো. সিরাজুল ইসলাম ইতোমধ্যে বলেছেন, যত দ্রুত সম্ভব স্মার্টকার্ড দেওয়ার প্রক্রিয়া চলছে। সব প্রস্তুতি শেষে বিতরণসূচি গণমাধ্যমে জানানো হবে।
গত ১৫ সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, ‘এটা একটা বিশাল কার্যক্রম। আমরা একটা ভালো উদ্যোগ নিয়েছি। এটা খুব কমপ্লিকেটেড জিনিস। বিতরণের সুনির্দিষ্ট তারিখ তো আর দেওয়া যায় না। এ বছরের মধ্যে শুরু হবে ধরে নেওয়া যায়।’
২ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ