রবিবার, ২৮ আগস্ট, ২০১৬, ০৮:১০:২২

জিয়াউর রহমানকে একটি কারণেই সহ্য করতে পারে না আ.লীগ : হান্নান শাহ্

জিয়াউর রহমানকে একটি কারণেই সহ্য করতে পারে না আ.লীগ : হান্নান শাহ্

ঢাকা : বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ্ বলেছেন, রামপাল প্রকল্পের বিরুদ্ধে আন্দোলন চলবে।
বিদ্যুৎ বন্ধ করে দিলেও দেশের জন্য ক্ষতিকর এ প্রকল্প প্রতিরোধ করবে জনগণ।

রোববার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ‘গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম ও জাতীয় ঐক্য’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী প্রজন্ম ’৭১ নামের একটি সংগঠন।

সুন্দরবনের অদূরে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পকে ‘দেশ ও গণবিরোধী’ অভিহিত করে গত বুধবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ প্রকল্প বাতিল করতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

তার ওই বক্তব্যের দুদিন পর শনিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে বলেন, ‘ওই প্রকল্পে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না।’

রাতেই প্রধানমন্ত্রীর বক্তব্য চ্যালেঞ্জ করে খালেদা জিয়া বলেন, ওই প্রকল্পের কারণে দেশের সবচেয়ে বড় ক্ষতি হবে।

হান্নান শাহ বলেন, সুন্দরবন রক্ষায় দেশের জন্য ক্ষতিকর রামপাল বিদ্যুৎকেন্দ্র প্রতিরোধে জনগণ আন্দোলন করবেই।  পারলে বিদ্যুৎ বন্ধ করে দিক। জনগণ দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবে।

এসময় তিনি বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরণোত্তর স্বাধীনতা পদক প্রত্যাহারের জন্য মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্তের সমালোচনা করেন।  

তিনি বলেন, আওয়ামী লীগ জিয়াউর রহমানকে একটি কারণেই সহ্য করতে পারে না।  তা হলো তিনি তাদের তৈরি করা বাকশাল বন্ধ করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন।

হান্নান শাহ্ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীরউত্তমের পদক কেড়ে নেবে এ ঘোষণায় আমি বিচলিত নই।  আমি চিন্তিত এই ভেবে যে, তাদের শেষ পরিণতি কোথায় গিয়ে পৌঁছাবে?

সর্বদলীয় সংলাপ ডেকে জাতীয় ঐক্য গঠন করে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে সরকারের প্রতি আহ্বান জানান হান্নান শাহ্।

 সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, এনডিপির প্রেসিডিয়াম সদস্য মো. মঞ্জুর হোসেন ঈসা, বিএনপির সহসম্পাদক শাম্মী আক্তার, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ড. রফিক শিকদার, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মহাসচিব মো. জাকির হোসেন প্রমুখ।

২৮ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে