ঢাকা : ভোটকেন্দ্রভিত্তিক কমিটি গঠন করে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।
২৮ আগস্ট রোববার বেলা ১১টার দিকে রাজধানীর আইডিইবি মিলনায়তনে শুরু হওয়া দলের যৌথসভায় তিনি এ আহ্বান জানান।
পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সভাপতিত্বে যৌথসভায় উপস্থিত ছিলেন সিনিয়র নেতারাসহ দেশের জেলা, উপজেলা ও পৌর কমিটির নেতাকর্মীরা।
সভায় জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারপারসন রওশন এরশাদ বলেন, আমি জানি না, ক্ষমতায় যেতে পারবো কি-না? তবে চেষ্টা করতে হবে।
তিনি বলেন, জাতীয় পার্টি দেশের যত উন্নয়ন করেছে, আর কোনো দল এত উন্নয়ন করেনি। কিন্তু আমরা কেন বারবার পিছিয়ে পড়ছি- এর কারণ খুঁজে বের করতে হবে।
দলের চেয়ারম্যানের প্রতি আগেভাগে প্রার্থিতা ঘোষণার আহ্বান জানান রওশন এরশাদ।
তিনি বলেন, প্রার্থীদেরআগে ভাগে জানিয়ে দিলে তারা মাঠে গিয়ে প্রস্তুতি নিতে পারবেন। হঠাৎ করে প্রার্থিতা ঘোষণা দিলে ভালো ফল বা জয়লাভ করতে পারবেন না।
ক্ষমতায় যেতে হলে দলের অনেক সাধনা করা প্রয়োজন বলেও মন্তব্য করেন রওশন এরশাদ।
২৮ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম