সোমবার, ২৯ আগস্ট, ২০১৬, ১১:৩৫:০৫

ঢাকার নেতৃত্বে সালাউদ্দিন-আশফাক

ঢাকার নেতৃত্বে সালাউদ্দিন-আশফাক

ঢাকা : ডা. দেওয়ান মো. সালাউদ্দিনকে সভাপতি ও খন্দকার আবু আশফাককে সাধারণ সম্পাদক করে বিএনপি ঢাকা জেলা শাখার নির্বাহী কমিটির ৫৬ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেছে দলটি।

বিএনপি মহাসচিব মিচর্জা ফখরুল ইসলাম আলমগীর এ কমিটি অনুমোদন দিয়েছেন সোমবার রাতে।  দলের সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এ কমিটিতে আলহাজ নাজিম উদ্দিন মাস্টার-সিনিয়র সহ-সভাপতি, আহসান হাবীব নওয়াব- প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক এবং রেজাউল করিম পলকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

এছাড়া এ জেড এম রেজওয়ানুল হক- আহবায়ক, মো. লুৎফর রহমান মিন্টু, মো. আখতারুজ্জামান মিয়া, মোছা. রেজিনা ইসলাম, অ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, মো. খালেকুজ্জামান বাবু, মাহবুব আহমেদ, মো. হাসানুজ্জামান উজ্জল, অ্যাড. আনিসুর রহমান চৌধুরী এবং মো. মোকারম হোসেনকে যুগ্ম আহবায়ক করে বিএনপি দিনাজপুর জেলা শাখার ৫১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি করেন মির্জা ফখরুল।
২৯ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে