মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬, ০৩:১৬:২৮

জন কেরির সফরে তিন কারণে উজ্জীবিত আওয়ামী লীগ

জন কেরির সফরে তিন কারণে উজ্জীবিত আওয়ামী লীগ

পাভেল হায়দার চৌধুরী‌ : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির বাংলাদেশ সফর তিন কারণে উজ্জীবিত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগকে। এরমধ্যে অন্যতম দেশের মাটিতে নেমে জন কেরি প্রথমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক ৩২ নম্বর ধানমণ্ডি বঙ্গবন্ধু ভবনের সামনে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন।

দ্বিতীয় কারণ, বঙ্গবন্ধুর খুনি আমেরিকায় পলাতক রাশেদ চৌধুরীকে ফেরত দেওয়ার ব্যাপারে কেরির এক ধরনের ইঙ্গিত। তৃতীয় কারণ, জঙ্গি-সন্ত্রাসবাদ মোকাবিলায় সরকারের পাশে থাকার ঘোষণা। জন কেরির সফর নিয়ে পর্যালোচনা করতে গিয়ে দলটির নীতি-নির্ধারণী পর্যায়ের একাধিক নেতার আলাপকালে বাংলা ট্রিবিউনকে তারা এমন তথ্য জানান।

আওয়ামী লীগের একাধিক নেতা বলেন, ‘সরকারের সঙ্গে যেসব গুরুত্বপূর্ণ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা হয়েছে, এর বাইরেও আমরা মনে করি বঙ্গবন্ধুর খুরি রাশেদ চৌধুরীকে ফেরত দেওয়ার একটি ইঙ্গিত কেরির বক্তব্যে পাওয়া গেছে। এটি মুজিব আদর্শের সবাইকে উজ্জীবিত করার মতো একটি সংবাদ। এছাড়া জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও বঙ্গবন্ধু জাদুঘরে পরিদর্শন ও সেখানে রাখা শোক বইতে জন কেরির বঙ্গবন্ধুকে স্মরণ করে অনূভুতি ব্যক্ত করা আওয়ামী লীগকে বঙ্গবন্ধুকে মর্যাদাপূর্ণ করে তুলেছে।’

শোক বইতে এক জায়গায় কেরি লিখেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা এবং জনগণের মাঝ থেকে একজন প্রতিভাবান ও সাহসী নেতৃত্বকে যে নৃশংসতায় সরানো হয়েছে, তাদের প্রতি ক্ষোভ। একইসঙ্গে কেরি লিখেছেন, সহিংস ও কাপুরুষোচিতভাবে বাংলাদেশের জনগণের মাঝ থেকে এমন প্রতিভাবান ও সাহসী নেতৃত্বকে সরিয়ে দেওয়া একটি মর্মান্তিক ঘটনা। তারপরও বাংলাদেশ এখন বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে, তারই কন্যার নেতৃত্বে। যুক্তরাষ্ট্র তার সেই স্বপ্ন পূরণে বন্ধু ও সমর্থক হতে পেরে গর্ববোধ করে। আমরা এখন এ সম্পর্ককে আরও এগিয়ে নিতে চাই এবং শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে আমরা যৌথভাবে কাজ করছি।’

আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের এক নেতা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের সময় বঙ্গবন্ধু ভবন পরিদর্শন করার পর অভিভূত হয়ে পড়েছেন বলে জানান কেরি। তার এমন মন্তব্য আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য বিশেষভাবে সুখের খবর।’

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির শ্রদ্ধা নিবেদনের ঘটনা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও অভিভূত করেছে। ওই সূত্রটি জানায়, সোমবার প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রধানমন্ত্রী ও জন কেরির বৈঠকে বঙ্গবন্ধুর স্মৃতিচারণা করা হয়েছে কয়েক মিনিট। এ সময় জন কেরি জানিয়েছেন বঙ্গবন্ধু ভবনে গিয়ে তিনি অভিভূত হয়েছেন। পাশাপাশি স্বজন হারানোর ব্যথায় শেখ হাসিনার সঙ্গে জন কেরি নিজেও যে ব্যথিত, তা প্রকাশ করেছেন।  

জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘জন কেরি বঙ্গবন্ধু ভবনে ঢুকে পুরো জাদুঘর ঘুরে ঘুরে দেখেন। এ সময় তিনি বঙ্গবন্ধু সম্পর্কিত বিভিন্ন বিষয়ে জানতে চান। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডকে তিনি মর্মান্তিক বলেও আখ্যায়িত করেন ।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল আলম লেনিন বলেন,  ‘প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর কন্যা যখন বঙ্গবন্ধুর খুনিকে ফেরত চেয়েছেন, তখন কেরি বলেছেন, এটি আমেরিকার সরকারের পর্যালোচনায় রয়েছে। যদি সত্যিই তাই হয় আমরা ধরে নিতে পারি এ ইস্যুতে আমরা অনেকখানি এগিয়েছি। আওয়ামী লীগের জন্যে নিঃসন্দেহে একটি বড় ঘটনা।’ তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও জঙ্গি-সন্ত্রাসবাদ ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার ঘোষণা একটি বড় ঘটনা।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজি জাফরউল্যাহ বলেন, ‘এ প্রথম যুক্তরাষ্ট্রের সরকারের কোনও ব্যক্তি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। এটিও আওয়ামী লীগের জন্য সুসংবাদ।’ তিনি বলেন, ‘রাশেদ চৌধুরীকে দেশে ফেরত আনার ব্যাপারেও আমি মনে করি এই সফরের মধ্য দিয়ে একটি প্রাপ্তি এসেছে। আমি মনে করি, রাশেদ চৌধুরীকে ফেরত পাঠানোর ব্যাপারে এক রকম ইঙ্গিত দিয়ে গেছেন জন কেরি।’

জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ বলেন, ‘জন কেরির একদিনের বাংলাদেশ সফরে দুই-তিনটি ঘটনা আওয়ামী লীগকে উজ্জীবত করার মতো ঘটেছে। এরমধ্যে অন্যতম বঙ্গবন্ধু হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি রাশেদ চৌধুরীকে ফেরত দেওয়ার বিষয়ে কেরির ইতিবাচক বক্তব্য।’ তিনি বলেন, ‘বঙ্গবন্ধু যে আন্তর্জাতিক লিডার, তা প্রমাণিত হয়েছে।’     

উল্লেখ্য, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে যুক্তরাষ্ট্রের সরকারের পক্ষে কোনও ব্যক্তির এই প্রথম শ্রদ্ধা নিবেদন। বিষয়টি আওয়ামী লীগকে বেশ উজ্জীবিত করে তুলেছে। -বাংলা ট্রিবিউন

৩০ আগস্ট ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস‌‌‌‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে