মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬, ১০:২৯:৫৯

এ রায়ে নতুন বাংলাদেশের সৃষ্টি হবে: ইমরান

এ রায়ে নতুন বাংলাদেশের সৃষ্টি হবে: ইমরান

নিউজ ডেস্ক : একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা মীর কাসেম আলীর রিভিউ আবেদন খারিজ ও মৃত্যুদণ্ড বহাল রেখে দেওয়া রায় প্রকাশের মাধ্যমে সব শঙ্কা দূর হলো বলে মন্তব্য করেছেন গণজাগরণমঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। তিনি মনে করেন, যত দ্রুত সম্ভব এ রায় কার্যকর করতে হবে। এ রায়ের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সৃষ্টি হবে বলেও মন্তব্য করেছেন তিনি।  

ইমরান বলেন, ‘মীর কাসেম তার অর্থ বিত্ত ব্যবহার করে শেষ কামড় দেওয়ার চেষ্টা করতে পারে বলে শঙ্কা করছি।’

মঙ্গলবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চে মৃত্যুদণ্ড বহাল রেখে রিভিউ আবেদন খারিজ করার পর তিনি এসব কথা বলেন।

ইমরান আরও বলেন, ‘যে আনন্দ হচ্ছে তা ভাষায় প্রকাশ করার মতো না। দীর্ঘ ৫ মাস ধরে অপেক্ষা করছি কখন রিভিউ খারিজ হবে। মীর কাসেম তার অর্থ বিত্ত প্রভাব বিস্তারের চেষ্টা করে রায় প্রভাবিত করতে চেয়েছে। জাতি গভীর শঙ্কায় ছিল এ রায় নিয়ে। রায় প্রকাশের মধ্য দিয়ে সে শঙ্কা দূর হলো।’

মঙ্গলবার সকাল নয়টা থেকে শাহবাগে অবস্থান নেয় গণজাগরণমঞ্চ।

২০১৪ সালের ২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মীর কাসেমকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরপর গত ৮ মার্চ আপিলের ওই সাজাই বহাল থাকে। ৬ জুন পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর তা পুনর্বিবেচনার জন্য ১৯ জুন আবেদন করেন মীর কাসেম।
৩০ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে