নিউজ ডেস্ক : গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি জামায়াত নেতা মীর কাসেম আলী রিভিউ আবেদন খারিজের রায়ের খবর রেডিওতে শুনেছেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার নাশির আহমেদ জানান, সকাল সাড়ে ১০টার দিকে মীর কাসেম আলী তার রিভিউ আবেদন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক খারিজ হওয়ার রায় রেডিওর মাধ্যমে শুনেছেন।
প্রসঙ্গত, মঙ্গলবার মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখেন আপিল বিভাগ।
মীর কাসেম আলী কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ ফাঁসির কনডেম সেলে বন্দি রয়েছেন।
৩০ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম