মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬, ০১:০৭:৩৩

খালেদার বিরুদ্ধে নতুন মামলা

খালেদার বিরুদ্ধে নতুন মামলা

নিউজ ডেস্ক : ‘ভুয়া কাগজপত্র তৈরি’ করে ১৫ আগস্ট জন্মদিন পালনের অভিযোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার সকালে ঢাকা মহানগর হাকিম মুহাম্মদ মাজাহারুল ইসলামের আদালতে মামলাটি দায়ের করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম।

মেট্রোপলিটন মেজিস্ট্রেট মোহাম্মাদ মাজহারুল ইসলাম বাদীর জবানবন্দি গ্রহণ করে এ সংক্রান্ত আদেশ পরে দেবেন বলে জানিয়েছেন।

বাদী তার মামলায় উল্লেখ করেন, ১৯৯৬ সালে ক্ষমতা হারিয়ে খালেদা জিয়া মিথ্যা জন্মদিনের কাগজপত্র তৈরি করে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জন্মদিন পালন শুরু করেন। জাতীর পিতাকে অসম্মান করে স্বাধীনতাবিরোধীসহ পরাজিতদের হাস্যরসের খোড়াক যোগাতে এ জন্মদিন পালন শুরু করেন। যা জাতীর সঙ্গে প্রতারণাস্বরূপ।

এমন অভিযোগ এনে জহিরুল ইসলাম মামলাটি দায়ের করেন। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট দুলাল মিত্র ও তরিকুল ইসলাম।
৩০ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে