নিউজ ডেস্ক : বাড়ি সংলগ্ন আখক্ষেত থেকে সোহেল হাজি (২৪) নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন।
সোহেল বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা গ্রামের গফুর হাজির ছেলে।
শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করা হয়েছে।
বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) সফিক স্থানীয়দের বরাত দিয়ে জানান, বাড়ির পাশের নূরুজ্জামান মিয়া শিয়ালের আক্রমণ থেকে রক্ষা পেতে আখ ক্ষেতে গুনার তার টানিয়ে বিদ্যুতের সংযোগ দিয়ে রাখেন। বৃহস্পতিবার রাতের কোনো এক সময় সোহেল হাজি ওই ক্ষেতে আখ আনতে গেলে বিদ্যুতায়িত হয়ে মারা যান।
এসআই সফিক আরও জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করা হবে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
২ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ