ঢাকা : মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর পূর্ণাঙ্গ রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
ট্রাইব্যুনালের গবেষণা কর্মকর্তা শাহিদ ফয়সাল মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে লাল কাপড়ে মোড়ানো রায়ের কপি নিয়ে কেন্দ্রীয় কারাগারের উদ্দেশ্যে রওনা হন।
এর আগে সন্ধ্যা সোয়া ৬টার দিকে সুপ্রিমকোর্টের ডেপুটি রেজিস্ট্রার মো. মেহেদী হাসান রায় ট্রাইব্যুনালে নিয়ে আসেন।
মঙ্গলবার বিকেলে সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে রিভিউ আবেদন খারিজের ২৯ পৃষ্ঠার রায় প্রকাশ করা হয়।
নিয়মানুযায়ী, রায়ের কপি বিচারিক আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়। রায়ের কপিতে ট্রাইব্যুনালের তিন বিচারপতির স্বাক্ষরের পর তা কারাগার, ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়।
রিভিউ আবেদন খারিজের রায়ের কপি কারাগারে মীর কাসেম আলীকে পড়ে শোনানো হবে। এরপর শুধু রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার সুযোগ পাবেন তিনি। প্রাণভিক্ষার আবেদন রাষ্ট্রপতি নাকচ করলে সরকারের নির্বাহী আদেশে যেকোনো দিন মীর কাসেমের ফাঁসি কার্যকর করতে পারবে সরকার।
মঙ্গলবার সকালে জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর রিভিউ আবেদন খারিজ করে দিয়ে মৃত্যুদণ্ড বহাল রাখেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বেঞ্চে মঙ্গলবার এক শব্দের এ রায় ঘোষণা করেন। সকাল নয়টায় টায় এজলাসে এসে প্রধান বিচারপতি শুধু বলেন, ‘ডিসমিসড’।
বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও মোহাম্মদ বজলুর রহমান।
৬৩ বছর বয়সী মীর কাসেম বর্তমানে কাশিমপুর কারাগারে আছেন। সেখানে কনডেম সেলে বসে দুপুরে রেডিওতে রায়ের খবর শুনে নার্ভাস হয়ে যান তিনি। এমনটাই কারা সূত্রে জানা গেছে।
৩০ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম