ঢাকা : আসন্ন দুর্গাপূজায় তিন দিন সরকারি ছুটি ঘোষণার দাবি জানিয়েছে একটি হিন্দু সংগঠন।
তারা এ বছর দুর্গাপূজায় সরকারি ছুটি পূর্বে ঘোষিত ২৩ অক্টোবর শুক্রবারের পরিবর্তে ২২ অক্টোবর বৃহষ্পতিবার ঘোষণা করারও দাবি জানিয়েছে।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানায় বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট।
মানববন্ধনে বক্তারা বলেন, দুর্গা পূজায় পাঁচ দিনের ধর্মীয় আনুষ্ঠানিকতা থাকলেও সরকারিভাবে একদিনের ছুটি থাকায় কারো পক্ষেই পরিবার পরিজনের সাথে ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশগ্রহণ ও উৎসব-আনন্দ উপভোগ করার সুযোগ থাকে না।
তারা বলেন, এ বছর বিজয়া দশমী ২২ অক্টোবর বৃহষ্পতিবার হলেও সরকার ছুটি ঘোষিত হয়েছে ২৩ অক্টোবর শুক্রবার যা হিন্দু সম্প্রদায়ের জন্য অত্যন্ত বেদনাদায়ক।
বক্তারা সারাদেশের দুর্গা মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণ এবং মন্দির ও মূর্তি ভাঙচুরকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির বিধানেরও দাবি জানান।
সংগঠনের সভাপতি সুমন কুমার রায়ের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী সভাপতি দেবাশীষ সাহা, সাধারণ সম্পাদক প্রদীপ কান্তি দে, প্রধান সমন্বয়কারী পংকজ হালদার, সহ সভাপতি গোবিন্দ চৌধুরী প্রমুখ।
২ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ