নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের রায় বহাল রাখার প্রতিবাদে আজ বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১২ ঘণ্টা এই কর্মসূচি চলবে।
মঙ্গলবার মীর কাসেম আলীর রিভিউ আবেদন আপিল বিভাগ থেকে খারিজ করে দেয়ায় জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সদস্য এম আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তবে জামায়াত নেতাদের রায়ের ব্যাপারে বরাবরের মতো এবারও নীরব ২০ দলীয় জোটের প্রধান শরিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ ব্যাপারে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
বিবৃতিতে জানানো হয়, অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, ফায়ার সার্ভিস, হজযাত্রী পরিবহনে নিয়োজিত গাড়ি ও সংবাদপত্রের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে।
৩১ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি