নিউজ ডেস্ক : দেশের বিভিন্ন এলাকা থেকে নিখোঁজ হওয়া ৪০ জন ব্যক্তির এখন পর্যন্ত জঙ্গি কর্মকাণ্ডে সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক।
বুধবার পুলিশ সদর দফতরে দেশের সাম্প্রতিক আইন-শৃঙ্খলা বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এ সময় তিনি সম্প্রতি গুলশান, শোলাকিয়া, কল্যাণপুর ও নারায়ণগঞ্জে জঙ্গি হামলার বিষয়ে বিস্তারিত জানান।
শহীদুল হক বলেন, ‘তামিম ও তার সহযোগীরা নিহত হওয়ায় দেশ বড় ধরনের জঙ্গি হামলা থেকে রক্ষা পেয়েছে। তবে নিখোঁজ তালিকার মধ্য থেকে এখন পর্যন্ত ৪০ জনের জঙ্গি সম্পৃক্ততা পাওয়া গেছে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা নিখোঁজদের পরিবারের সঙ্গে আলোচনা করেছি। অনেক পরিবার আমাদের জানিয়েছে, নিখোঁজ ব্যক্তি ফোনে জঙ্গি সংগঠনে যোগ দেওয়ার বিষয় জানিয়েছে। এরপর তারা সশরীরে পরিবারের সঙ্গে যোগাযোগ না রাখলেও বিভিন্ন সময় ফোন দিয়ে তাদের জানিয়েছে, তারা ভালো আছে।’
শহীদুল হক বলেন, ‘আমরা নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা করছি। তবে নিখোঁজদের মধ্যে বেশ কয়েকজন ফিরে এসেছে। নিরাপত্তার কারণে তাদের নাম পরিচয় প্রকাশ করা যাচ্ছে না। তবে তাদের নজরদারিতে রাখা হয়েছে এবং তাদের সংশোধন করার চেষ্টা করা হচ্ছে। তারা কোনও হামলার সঙ্গে সম্পৃক্ত নয়, শুধু জঙ্গিদের সমর্থক ছিল। এছাড়া যারা বিভিন্ন হামলার ঘটনায় জড়িত তাদের আইনের আওতায় আনা হয়েছে।’
৩১ আগস্ট, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম