বুধবার, ৩১ আগস্ট, ২০১৬, ০৮:৫৫:০৪

এবার শিশুর পায়ুপথে বাতাস ঢুকিয়ে পালাল দুই কর্মচারী

 এবার শিশুর পায়ুপথে বাতাস ঢুকিয়ে পালাল দুই কর্মচারী

ঢাকা : নারায়ণগঞ্জ ও রাজধানীর ভাটারায় দুজনের পায়ুপথে বাতাস ঢুকানোর রেশ কাটতে না কাটতেই  এবার মোহাম্মদপুরে এক শিশুর পায়ুপথে বাতাস ঢুকিয়ে পালিয়েছে গ্যারেজের দুই কর্মচারী।  

গুরুতর অবস্থায় শিশু আরনকে (১১) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার মেঘলা অটো গ্যারেজে এ ঘটনা ঘটে।
 
গ্যারেজ মালিক মিন্টু জানান, বুধবার বিকেলে গ্যারেজের অন্য দুই কর্মচারী রাব্বি ও শরীফের সঙ্গে খেলা করছিল আরন।  এ সময় আরনের পায়ুপথে জোর করে কম্প্রেসার দিয়ে বাতাস ঢুকিয়ে দেয়।  এতে আরন গুরুতর অসুস্থ হয়ে পড়ে।  এ ঘটনা ঘটিয়ে পালিয়ে যায় রাব্বি ও শরীফ।
 
তিনি জানান, আরনকে সাথে সাথে ঢাকা মেডিকেলে নেয়া হয়।
 
প্রসঙ্গত, গত ২৪ আগস্ট রাজধানীর ভাটারায় ফার্নিচার দোকানের কর্মচারী মামুন মসকরা করে আতিয়ার মোল্লা (২৮) নামের এক ঠিকাদারের কম্প্রেসার দিয়ে পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয়।
 
গত ২৪ জুলাই ঢাকার অদূরে নারায়ণগঞ্জে ১০ বছরের শিশু সাগর বর্মণকে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা করা হয়।  এইকভাবে গত বছরের ৩ আগস্ট খুলনায় ১২ বছরের শিশু রাকিব হাওলাদারকে হত্যা করা হয়।
৩১ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে