বুধবার, ৩১ আগস্ট, ২০১৬, ০৯:৪১:৩০

তামিমকে ধরিয়ে দিয়ে পুরস্কারের ২০ লাখ পেল পুলিশ

তামিমকে ধরিয়ে দিয়ে পুরস্কারের ২০ লাখ পেল পুলিশ

ঢাকা : জঙ্গি তৎপরতায় নাটের গুরু হিসেবে চিহ্নিত তামিম চৌধুরীর সন্ধান দিতে পুরস্কার ঘোষণা করা হয়েছিল।  সেই পুরস্কার ২০ লাখ টাকা পেয়েছেন পুলিশেরই কয়েকজন সদস্য।  

নিরাপত্তার স্বার্থে তাদের নাম এবং পরিচয় প্রকাশ করেনি বাহিনীটি।

বুধবার পুলিশ সদর দপ্তরে তাদের হাতে পুরস্কার তুলে দেন পুলিশের মহাপরিদর্শক-(আইজিপি) কে এম শহীদুল হক।

পুলিশ জানায়, পুরস্কার পাওয়া পুলিশ সদস্যদের কাছ থেকে তথ্য পেয়ে ২৬ আগস্ট গভীর রাতে নারায়ণগঞ্জের পাইকপাড়ায় দেওয়ান বাড়ি ঘিরে ফেলেন বাহিনীর সদস্যরা।

সেখানে জঙ্গিদের অবস্থানের তথ্য নিশ্চিত হওয়ার পর তাদের আত্মসমর্পণ করতে বলা হয়।  তারা আত্মসমর্পণ না করে পুলিশের ওপর আক্রমণ করে বসে।  পুলিশও পাল্টা হামলা চালায়।  হামলায় প্রাণ হারান তামিমসহ সন্দেহভাজন তিন জঙ্গি।

তবে কীভাবে জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশ অভিযানের দিন এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ঘটনাস্থলে গিয়ে জানিয়েছিলেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থা এ জঙ্গির পেছনে লেগেছিলেন এবং তাদের চেষ্টাতেই সফলতা পাওয়া গেছে।

পুলিশ সদস্যদের হাতে পুরস্কারের অর্থ তুলে দিয়ে আইজিপি শহীদুল হক বলেন, আমি সত্যিই আজ গর্বিত যে, আমার বাহিনীর সদস্যরা এ পুরস্কার পেয়েছে।  জঙ্গিকে ধরিয়ে দিয়ে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

জঙ্গি তৎপরতায় নেতৃত্ব দেয়া তামিম চৌধুরী ও চাকরিচ্যুত সেনা কর্মকর্তা জিয়াউল হককে ধরিয়ে দিলে বা তাদের বিষয়ে তথ্য দিলে পুলিশ সদরদপ্তর ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল।

গত ২ আগস্ট আইজিপির এ পুরস্কার ঘোষণার ২৫ দিনের মাথায় তামিম চৌধুরীর আস্তানার সন্ধান পায় পুলিশ।  তবে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হকের সন্ধান এখনো মেলেনি বলে জানিয়েছে পুলিশ।

আইজিপি জানান, জিয়াউল হকের বিষয়ে তথ্য দিয়ে পুরস্কার জেতার সুযোগ এখনো রয়ে গেছে সবার জন্য।

তবে তথ্যদাতার নিরাপত্তার জন্য নাম ও পরিচয় গোপন রাখার নিশ্চয়তাও দেয়া হয়েছে।  তথ্য জানাতে ঢাকা মহানগর পুলিশের বেশকিছু ফোন নম্বর বা হ্যালো সিটি অ্যাপসও ব্যবহার করা যাবে বলে জানিয়েছে পুলিশ।
৩১ আগস্ট,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে