ঢাকা : গোটা রাজধানীকে ক্লোজড সার্কিট টেলিভিশনে (সিসিটিভি) ঘিরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়। জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ দমনে নগরীর প্রবেশ পথ ও বহির্গমন পয়েন্ট ইন্টার সেকশন এবং সব গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি স্থাপন করা হচ্ছে।
রাজধানীতে ২৪ ঘণ্টা নজরদারি রাখতে সরকার হাই রেজুলেশনের সিসিটিভি স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বরাত দিয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এ তথ্য জানিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সরকার নগরীর নিরাপত্তাব্যবস্থা জোরদার করার পদক্ষেপের অংশ হিসেবে সব প্রবেশ পথ ও বহির্গমন পয়েন্টে সিসিটিভি ক্যামেরা ব্যবস্থা গ্রহণ করবে। নগরীতে সিসিটিভি ক্যামেরা বসাতে সাতশ’ থেকে আটশ’ কোটি টাকা ব্যয় হবে।
তিনি বলেন, একটি বৈঠকে সিসিটিভি ক্যামেরা স্থাপনের বিষয়ে আলোচনা হয়েছে এবং এ প্রকল্পের জন্য একজন কনসালট্যান্ট নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিসিটিভি ক্যামেরা স্থাপনে লোকজনের চলাচল শনাক্ত করতে সক্ষম হবে। অপরাধীকে শনাক্ত করার ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য সহায়ক হবে।
একইসঙ্গে নগরীতে পুলিশি টহল ও তাদের নজরদারি বাড়ানোর নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি। নগরীতে কূটনৈতিক জোনের বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা চেক পোস্ট বসানো হয়েছে।
সিসিটিভি ক্যামেরা স্থাপনের পর ঢাকা সিটি কর্পোরেশন এটি মনিটর করবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর সোমবার রাত ৮টার দিকে গুলশান-২ এর কূটনীতিক এলাকার ৯০ নম্বর সড়কে ইতালিয়ান নাগরিক তাভেলা সিজারকে (৫০) গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
এ হত্যাকাণ্ডের পর আইএস হত্যার দায় স্বীকার করে। তবে খুনিদের এখনো শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
২ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম