নিউজ ডেস্ক : জার্মানির হামবুর্গে কুহনে লজিস্টিক ইউনিভার্সিটি ও হামবুর্গ স্কুল অব বিজনেস এডমিনিষ্ট্রেশনের যৌথ উদ্যোগে আয়োজিত ইন্টারন্যাশনাল এসোসিয়েশন অব মেরিটাইন ইকোনমিস্টদের সম্মেলনে ‘শ্রেষ্ঠ গবেষণা প্রবন্ধে’র পুরষ্কার পেয়েছেন বাংলাদেশের গবেষক ও নরওয়ের ইউনিভার্সিটি অব অ্যাগডার’র পিএইচডি গবেষক জিয়াউল হক মুনিম।
এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৭৫ গবেষক ৫০০টি প্রবন্ধ উপস্থাপন করেন। এর মধ্যে থেকে জিয়াউল হক মুনিমের প্রবন্ধটি শ্রেষ্ঠ প্রবন্ধ হিসেবে নির্বাচিত হয়।
উক্ত সম্মেলনে তিনি সর্বকনিষ্ট অংশগ্রহনকারী ছিলেন মুনিম। তাকে পুরষ্কার প্রদান করেন জন ইন্টারন্যাশনাল এসোসিয়েশন অব মেরিটাইন ইকোনমিস্ট ও প্রধান ট্রের্ড ফ্যাসিলিটেশান সেকশনের (ইউনাইটেড নেশনস্ কনফারেন্স অন ট্রেড এন্ড ডেভলপমেন্ট) রেসিডেন্ট হফম্যান এবং মেরিটাইম ইকোনমিক্স এন্ড লজিষ্টিকসের সম্পাদক অধ্যাপক হারকিউলিস হারালামাবিডিস।
তার গবেষণার বিষয় ছিল ‘Forecasting Container Shipping Freight Rate for the Far East Northern Europe Trade Lane’।
বন্দর নগরী চট্টগ্রামে বেড়ে উঠা জিয়াউল হক মুনিম দীর্ঘদিন যাবত বন্দর ব্যবস্থাপনা ও যোগাযোগ বিষয়ে গবেষণা করে আসছেন। বর্তমানে তিনি নরওয়ের ইউনিভার্সিটি অব এগডারে পি,এইচ,ডি গবেষক হিসেবে কর্মরত আছেন। তিনি অষ্ট্রিয়ার ভিয়েনা স্কুল অব বিজনেস এন্ড ইকোনমিক্স থেকে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে মাস্টার্স সম্পন্ন করেন।
আগামী সপ্তাহে তিনি গ্লোবাল ট্রান্সপোর্ট চ্যালেঞ্জ বিষয়ে উচ্চতর গবেষণার জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন। বর্তমানে তিনি Pricing Strategy of Bangladesh-India Transshipment Facility বিষয়ে গবেষণা করছেন। -চ্যানেল আই
০১ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম