শুক্রবার, ০২ অক্টোবর, ২০১৫, ০৪:২১:১৬

‘পাকিস্তানকে মুক্তি দিতে গিয়ে বাংলাদেশের গায়ে জঙ্গি তকমা’

‘পাকিস্তানকে মুক্তি দিতে গিয়ে বাংলাদেশের গায়ে জঙ্গি তকমা’

ঢাকা : নারী ক্রিকেট দলকে পাঠিয়ে পাকিস্তানকে জঙ্গি তকমা থেকে মুক্তি দিতে গিয়েই জঙ্গি তকমা পেল বাংলাদেশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

শুক্রবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

‘বাংলাদেশ স্বাধীনতা পরিষদ ও আমরা নগরবাসী’ এ আলোচনা সভার আয়োজন করে।

গত ২৯ সেপ্টেম্বর দুটি ওয়ানডে ও দুটি টি-টুয়েন্টি ম্যাচ খেলতে পাকিস্তান যায় বাংলাদেশ মহিলা ক্রিকেট দল।  গত ২৮ সেপ্টেম্বর বাংলাদেশে আসার কথা ছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের।  কিন্তু নিরাপত্তার অজুহাতে বাংলাদেশ সফর বাতিল করে অস্ট্রেলিয়া।

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আমরা আশা করেছিলাম, বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ম্যাচগুলো খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।  কারণ আমাদের ক্রিকেট ভাগ্য ও বৃহস্পতি দুটোই এখন তুঙ্গে।  কিন্তু শেষ পর্যন্ত খেলাটি আর হলো না।  কেন খেলাটি কেন হলো না তা আমাদের খতিয়ে দেখতে হবে।

বাংলাদেশ নারী ক্রিকেট দল পাকিস্তানে পাঠানোর সমালোচনা করে তিনি বলেন, পাকিস্তান একটি সন্ত্রাস ও জঙ্গিবাদ আক্রান্ত দেশ।  বিশ্বের কোনো দেশই সেখানে ক্রিকেট খেলতে যায় না।  আমাদের কী দরকার ছিল সেখানে যাওয়ার।  নারী ক্রিকেট দলকে পাঠিয়ে পাকিস্তানকে জঙ্গি তকমা থেকে মুক্তি দিতে গিয়ে এখন সেই তকমা পেয়েছে বাংলাদেশ।

মেডিক্যাল ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষর্থীদের উদ্দেশ্যে সুরঞ্জিত বলেন, হাতে অকাট্য প্রমাণ থাকলে বলেন।  আর প্রমাণ না থাকলে অকারণে বিভ্রান্তি ছড়ানো ঠিক হবে না।

ইতালির নাগরিক তাবেলা সিজারে হত্যাকাণ্ড একটি ষড়যন্ত্র দাবি করে তিনি
এটা নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার শামিল।  আইএসের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।  আশা করছি, অচিরেই এ ষড়যন্ত্রের দরজা খুলে যাবে।

সভায় সভাপতিত্ব করেন জাহাঙ্গীর আলম খান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির সহ-সম্পাদক এম এ করিম, কাউন্সিলর হাসিবুর রহমান মানিক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

২ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে