ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনার মাধ্যমে বিএনপি-জামায়াতের প্রভুদের দাঁতভাঙা জবাব দেয়া হবে বলে জানিয়েছেন ১৪ দলের নেতারা।
শনিবার প্রধানমন্ত্রীর সংবর্ধনায় মানুষের ঢল নামিয়ে এ জবাব দিতে চায় ক্ষমতাসীন জোট।
শুক্রবার দুপুরে রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের এক যৌথসভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান ১৪ দলসহ পেশাজীবী নেতারা।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, ১৪ দল মনে করে এ সংবর্ধনায় জনতার ঢল নামবে। এটা হবে আমাদের একটি চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রীর এ অর্জন গোটা জাতির অর্জন। প্রধানমন্ত্রী তার অর্জনকে সমগ্র দেশবাসীর জন্য উৎসর্গ করেছেন।
জলবায়ু পরিবর্তনে নেতিবাচক প্রভাব মোকাবেলায় অসামান্য অবদান এবং তথ্য-প্রযুক্তিতে ব্যাপক সফলতা অর্জনের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রীকে এ দুটি পুরস্কারে ভূষিত করা হয়েছে।
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, সংবর্ধনা অনুষ্ঠানে জনতার ঢল নামিয়ে বিএনপি-জামায়াত ও তাদের আন্তর্জাতিক প্রভুদের ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে।
ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসরকারি বিমান ও পর্র্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধরিত্রী কন্যা। পরিবেশ রক্ষার দায়িত্ব বিশ্বের বড় বড় দেশের হলেও এ দায়িত্ব পালনে এগিয়ে আসছে না তারা।
তরুণ সমাজকে তথ্য-প্রযুক্তির দিকে আকৃষ্ট করা শেখ হাসিনা সরকারের একটি বিরাট সফলতা।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, প্রধানমন্ত্রীর পাওয়া দুটি পুরস্কার দেশবাসীকে লিফলেটের মাধ্যমে জানাতে হবে।
শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত রাস্তার দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেবে নেতাকর্মীরা। এ লক্ষ্যে বিমানবন্দর হয়ে গণভবন পর্যন্ত ৮টি রুট নির্ধারণ করা হয়েছে।
সভায় মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সম্পাদকম-লীর সদস্য আবদুস সাত্তার, অসীম কুমার উকিল, মৃণাল কান্তি দাস, ঢাকা মহাসগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ ১৪ দল ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা।
জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সম্মান ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ এবং আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের ‘আইসিটি অ্যাওয়ার্ড’ পাওয়ায় প্রধানমন্ত্রীকে এ সংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল।
২ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম