ঢাকা : সিএনজি দাম বৃদ্ধির পর গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণের ঘোষণা দেয়া হবে আজ বৃহস্পতিবার। ১ সেপ্টেম্বর থেকে গ্যাসের দাম বৃদ্ধির পর থেকে বাস মালিকরা ভাড়া পুনর্নির্ধারণের দাবি জানিয়ে আসছিলেন।
মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আজ বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক ও পরিবহন বিভাগের সভাকক্ষে গ্যাসের মূল্য বৃদ্ধির কারণে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএর সুপারিশমালা নিয়ে গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ বিষয়ক এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হবে। এ পর্যালোচনা সভা শেষে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণের ঘোষণা দিতে পারেন। ফলে বাড়তে পারে দূরপাল্লাসহ রাজধানীর গণপরিবহনের ভাড়া।
সূত্র জানিয়েছে, বিআরটিএ ভাড়া নির্ধারণ কমিটি (কস্টিং কমিটি) গ্যাসের দাম বৃদ্ধিকে বিবেচনায় নিয়ে গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণের একটি সুপারিশমালা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে জমা দিয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ জানান, সরকার থেকে ভাড়া পুনর্নির্ধারণ করে দেয়ার পরই বাস ভাড়া বাড়ানো হবে। বিআরটিএর ভাড়া নির্ধারণ কমিটি (কস্টিং কমিটি) গ্যাসের দাম বৃদ্ধিকে বিবেচনায় নিয়ে ভাড়া সমন্বয় করবে বলে আশা করছেন এ পরিবহন নেতা।
২৭ আগস্ট বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গ্যাস ও বিদ্যুতের নতুন দাম ঘোষণা করে। ঘোষণা অনুযায়ী, গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম ২৬ দশমিক ২৯ শতাংশ এবং বিদ্যুতের দাম ২ দশমিক ৯৩ শতাংশ বাড়ানো হয়েছে। আর প্রতি ঘনমিটার সিএনজির দাম ৩০ টাকা থেকে বাড়িয়ে ৩৫ করা হয়েছে, যা ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে।
অন্যদিকে টোল নীতিমালা-২০১৪ কার্যকরের পর ভাড়া পুনর্নির্ধারণ করতে ২৬ জুলাই বিআরটিএর কাছে চিঠি পাঠিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। সড়ক ও জনপথ অধিফতরের (সওজ) আওতাধীন ফেরি ও সেতুতে টোলের হার বাড়ায় এর সঙ্গে সমন্বয় করে বাস ভাড়া বৃদ্ধিরও নির্দেশ দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এসব কারণ দেখিয়ে দূরপাল্লার ৩৮০টি রুটে বাস ভাড়া বৃদ্ধির প্রক্রিয়া শুরু করেছে বিআরটিএ। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বাস ভাড়া পুনর্নির্ধারণের সঙ্গে এ বিষয়টিও উঠতে পারে। আর এর ফলে দূরপাল্লার বাসের ভাড়াও বাড়ানো হতে পারে।
১০ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ