নিউজ ডেস্ক : প্রকাশক ফয়সল আরেফীন দীপন হত্যাকাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড আব্দুস সবুর ওরফে রাজু ওরফে সাদ ওরফে সামাদ ওরফে সুজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ-ডিবি। সে প্রকাশক আহমেদ রশিদ টুটুল হত্যা চেষ্টার মাস্টারমাইন্ড।
শনিবার রাতে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি দক্ষিণ।
ডিএমপি’র উপ-কমিশনার মাসুদুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘রবিবার বেলা সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গ্রেফতার ব্যক্তির বিষয়ে বিস্তারিত জানানো হবে।’
০৪ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম