রবিবার, ০৪ সেপ্টেম্বর, ২০১৬, ০১:০১:৩৪

গরু ব্যবসায়ীদের লাখো টাকা ছিনিয়ে নিয়েছে অজ্ঞান পার্টি

গরু ব্যবসায়ীদের লাখো টাকা ছিনিয়ে নিয়েছে অজ্ঞান পার্টি

নিউজ ডেস্ক: রাজধানী ঢাকায় কোরবানির গরু বিক্রয় করে গাবতলী থেকে জেআর পরিবহনে করে মেহেরপুরে আসার পথে চার গরু ব্যবসায়ীর কাছ থেকে অজ্ঞান পার্টি লাখো টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গেল শনিবার রাতে মেহেরপুর যাওয়ার পথে জেআর পরিবহনে এ ঘটনা ঘটে। অজ্ঞান পার্টির সদস্যরা এই চার গরু ব্যবসায়ীর কাছে থাকা নগদ দুই লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে জানান তারা।

চার গরু ব্যবসায়ীরা হলেন, মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের আব্দুল মজিদ (৪৫), কামাল হোসেন (৩৩), কালু মিয়া (২৫) ও আসাদুল ইসলাম।

মুজিবনগর থানার ওসি কাজী কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অজ্ঞান পার্টির কবলে পড়া চার গরু ব্যবসায়ী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

পুলিশ জানায়, মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের চার গরু ব্যবসায়ী ঢাকায় গরু বিক্রয় করে শনিবার রাতে মেহেরপুরের উদ্দেশে জেআর পরিবহনে করে রওনা দেন। পথিমধ্যে অজ্ঞান পার্টির সদস্যরা তাদের খাবারের সাথে চেতননাশক কিছু খাইয়ে তাদের অজ্ঞান করে। এ সময় তাদের কাছে থাকা নগদ দুই লাখ টাকা তারা হাতিয়ে নেয়।

ভোরে মুজিবনগরে পরিবহন পৌঁছলে পরিবহনের সুপাভাইজার তাদের অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
৪ আগস্ট,২০১৬/এমটি নিউজ২৪/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে