বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৫, ১১:১৬:৫৭

আদালতে খালেদা, সাক্ষীর জেরা শুরু

আদালতে খালেদা, সাক্ষীর জেরা শুরু

ঢাকা : জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় হাজিরা দিতে আদালতে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বৃহস্পতিবার সকাল ৯টার কিছু সময় পর তিনি গুলশানের বাসা থেকে রওনা হন। পৌনে ১১টার দিকে পুরান ঢাকার বকশিবাজার আলিয়া মাদ্রাসা মাঠে আবু আহমেদ জমাদারের বিশেষ আদালতে এসে উপস্থিত হন।

খালেদা জিয়ার আগমন ঘিরে আদালত এলাকার নিরাপত্তার জোরদার করা হয়। এরপরও বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী আদালতের বাইরে অবস্থান নেন।

খালেদা জিয়ার উপস্থিতিতে আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বাদী ও প্রথম সাক্ষী দুদকের উপপরিচালক হারুন-অর রশিদকে আসামিপক্ষের আইনজীবীরা জেরা করছেন।

গত ৩ সেপ্টেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের করা এই দুই মামলার সাক্ষ্যগ্রহণের জন্য ১০ সেপ্টেম্বর দিন ধার্য করছিল আদালত।
১০ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে