রবিবার, ০৪ সেপ্টেম্বর, ২০১৬, ০৪:১৪:৫৬

পাকিস্তানের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সামিনাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

পাকিস্তানের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সামিনাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

ঢাকা : মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামায়াত নেতা মীর কাসেম আলীর মৃতুদণ্ডের ওপর পাকিস্তানের বিবৃতির প্রতিবাদ জানানোর অংশ হিসেবে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সামিনা মেহতাবকে তলব করেছে সরকার।

সামিনা মেহতাব এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ে অবস্থান করছেন।  এর আগে এ বিষয়ে একটি প্রতিবাদলিপি তৈরি করে পররাষ্ট্র মন্ত্রণালয়।  পাকিস্তানের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের হাতে এ প্রতিবাদলিপি তুলে দেয়ার কথা রয়েছে।

৩ সেপ্টেম্বর শনিবার মানবতবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত আসামি মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় ৩ সেপ্টেম্বর প্রতিক্রিয়ামূলক বিবৃতি দিয়েছে পাকিস্তান।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মীর কসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকরে তারা দুঃখ প্রকাশ করছে।

শনিবার রাত ১০টা ৩৫ মিনিটে মুক্তিযুদ্ধকালীন চট্টগ্রামের কিশোর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন আহমেদসহ ৮ জনকে হত্যার দুটি ঘটনায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় মীর কাসেমকে ২০১৪ সালের ২ নভেম্বর মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল।

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর মৃত্যুদণ্ডের পরও পাকিস্তান এরূপ বিবৃতি দিয়েছিল।
৪ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে