শুক্রবার, ০২ অক্টোবর, ২০১৫, ০৯:০০:২২

আমাদের কিছু ত্রুটি রয়েছে : শিক্ষামন্ত্রী

 আমাদের কিছু ত্রুটি রয়েছে : শিক্ষামন্ত্রী

ঢাকা : নতুন পে-স্কেল নিয়ে শিক্ষকদের মধ্যে বিরাজমান অসন্তোষকে বিবেচনায় নিয়েছে সরকার।  এর সমাধানে শিক্ষকদের নিয়েই সরকার একটি কমিটি গঠন করেছে।  এ নিয়ে শিক্ষকদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

মন্ত্রী বলেন, শিক্ষকরা দেশের সবচেয়ে সম্মানিত ব্যক্তি।  তারা আমাদের শিক্ষা পরিবারের মূল নিয়ামক শক্তি।  শিক্ষকদের অসন্তুষ্ট রেখে শিক্ষাখাতে উন্নতি সম্ভব নয়।

নুরুল ইসলাম নাহিদ বলেন, আমাদের কিছু ত্রুটি রয়েছে।  তবে সেটা অস্বীকার করছি না।  সমস্যাগুলো কাটিয়ে উঠতে শিক্ষাপরিবার কাজ করে যাচ্ছে।  এ জন্য সবার সহযোগিতা কামনা করছি।

ডিআরইউর সদস্য সাংবাদিকদের সন্তানদের মধ্যে যারা ২০১৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে কৃতকার্য হয়েছে তাদের এ সংবর্ধনা ও বৃত্তি দেয় সাংবাদিকদের এ সংগঠন।  

এবার মোট ৩১জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।  এদের মধ্যে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ১৭ জন, ‘ও’ লেভেলে উত্তীর্ণ দুজন এবং উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ ১২জনকে সংবর্ধনা দেয়া হয়।  পরে শিক্ষামন্ত্রী প্রত্যেক শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।
২ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে