রবিবার, ০৪ সেপ্টেম্বর, ২০১৬, ০৯:৪৮:২৩

যেদিন থেকে পাওয়া যাবে ট্রেনের ফিরতি টিকিট

যেদিন থেকে পাওয়া যাবে ট্রেনের ফিরতি টিকিট

নিউজ ডেস্ক : ৫ সেপ্টেম্বর নির্ধারণ করা হলেও ঈদ পরবর্তী ট্রেনের ফিরতি টিকিট বিক্রি হবে আগামী ৬ সেপ্টেম্বর থেকে।   

শুক্রবার বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় টিকিট বিক্রির নতুন দিন ধার্য করা হয়।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থায় এ টিকিট বিক্রি হবে।

ফিরতি টিকিট বিক্রির প্রথম দিন পাওয়া যাবে ১৫ সেপ্টেম্বরের টিকিট।  ৭ সেপ্টেম্বর ১৬ সেপ্টেম্বরের ফিরতি টিকিট, ৮ সেপ্টেম্বর ১৭ সেপ্টেম্বরের ফিরতি টিকিট, ৯ সেপ্টেম্বর ১৮ সেপ্টেম্বরের ফিরতি টিকিট এবং ১০ সেপ্টেম্বর পাওয়া যাবে ১৯ সেপ্টেম্বরের ফিরতি টিকিট।

উল্লেখ্য, পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী ১৩ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
৪ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে