ঢাকা : রাজধানীর মিরপুরের রূপনগরে পুলিশের অভিযানে নিহত জঙ্গি মোহাম্মদ জাহিদুল ইসলামের শ্বশুর ও শাশুড়িকে আটক করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন পুলিশের মিরপুর জোনের উপকমিশনার (ডিসি) মাসুদ আহমেদ।
রোববার রাতে রাজধানীর শ্যামলী এলাকার বাসা থেকে সাবেক সেনাসদস্য জাহিদুলের শ্বশুর মমিনুল হক ও শাশুড়িকে আটক করা হয়।
গোলাগুলিতে নিহত হওয়ার পর পুলিশ তার নাম মুরাদ ওরফে ওমর ওরফে জাহাঙ্গীর বললেও তার আসল নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম।
তার বাড়ি কুমিল্লা সদরের পাঁচথুবীর পশ্চিম চাঁন্দপুর প্রাইমারি স্কুল রোডে। তার বাবা পুলিশের সাবেক পরিদর্শক নুরুল ইসলাম।
জাতীয় পরিচয়পত্রের সঙ্গে আঙুলের ছাপ মিলিয়ে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ বলছে, সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা জাহিদুল ‘নব্য জেএমবির’ শীর্ষ নেতা তামিম চৌধুরীর 'সেকেন্ড-ইন-কমান্ড' ছিলেন।
জঙ্গি সংগঠনটির 'সামরিক কমান্ডারের' দায়িত্বে থাকা জাহিদুলই গুলশান ও শোলাকিয়ায় হামলাকারীদের প্রশিক্ষণ দিয়েছিলেন।
৪ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম