সোমবার, ০৫ সেপ্টেম্বর, ২০১৬, ১০:৪৩:৫৩

ঈদের ছুটি রোববার থেকে শুরু হতে পারে

ঈদের ছুটি রোববার থেকে শুরু হতে পারে

নিউজ ডেস্ক : ঈদুল আজহা উপলক্ষে টানা ৯ দিনের ছুটির ফাঁদে পড়তে যাচ্ছে দেশ। ১৩ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আজহা। ফলে ১২ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সরকারি ছুটি।

এর আগে ১১ সেপ্টেম্বর রোববার এবং ঈদের ছুটির পরে প্রথম কর্মদিবস বৃহস্পতিবার। তবে নির্বাহী আদেশের মাধ্যমে ঈদের ছুটি ১১ সেপ্টেম্বর রোববার থেকে করা হতে পারে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

এর ফলে ১১ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সব মিলিয়ে ৯ দিনের ছুটির ফাঁদে পড়ছে দেশ। ১৮ সেপ্টেম্বর রোববার থেকে অফিসগুলো নিয়মিত শুরু হবে।

১৩ সেপ্টেম্বর মঙ্গলবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। গত শুক্রবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
০৫ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে