শুক্রবার, ০২ অক্টোবর, ২০১৫, ১১:১৩:৪৬

২৪ অক্টোবর পবিত্র আশুরা

২৪ অক্টোবর পবিত্র আশুরা

নিউজ ডেস্ক : আগামী ২৪ অক্টোবর শনিবার ১০ মহররম, পবিত্র আশুরা। মুসলিম উম্মাহর এক তাৎপর্যময় ও শোকাবহ দিন।  হিজরি ৬১ সালের এ দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) ও তাঁর পরিবারের সদস্যরা ইয়াজিদের সেনাদের হাতে কারবালার ময়দানে শহীদ হন।

এ দিনে হজরত মুসা (আ.) ফেরাউনের জুলুম থেকে তাঁর অনুসারীদের নিয়ে নীল নদ পার হয়ে পরিত্রাণ লাভ করেছিলেন।  তাঁদের পশ্চাদ্ধাবনকারী ফেরাউন সদলবলে নীল নদে ডুবে যায়।  এমন আরো অনেক তাৎপর্যময় ঘটনা ঘটেছিল এ দিনে।

মর্মান্তিক ঘটনাটি ঘটে কারবালার প্রান্তরে।  সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য হজরত ইমাম হোসাইন (রা.) এবং তাঁর পরিবার ও অনুসারীরা যুদ্ধ করতে গিয়ে ফোরাত নদীর তীরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন।  শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের সুমহান আদর্শ সমুন্নত রাখতে তাঁদের এই আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে।

কারবালার সেই শোকাবহ ঘটনা ও পবিত্র আশুরার শাশ্বত বাণী আমাদের অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে আজও অনুপ্রেরণা জোগায়। প্রেরণা জোগায় সত্য ও সুন্দরের পথ চলার।

মুসলিম বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রতিবছর যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা পালিত হয়ে আসছে।
২ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে