সোমবার, ০৫ সেপ্টেম্বর, ২০১৬, ০৩:৪৯:১৯

ঈদে টানা ৬ দিনের ছুটি

ঈদে টানা ৬ দিনের ছুটি

নিউজ ডেস্ক : ঈদুল আজহার সময় সরকারি চাকরিজীবীদের টানা ৬ দিনের ছুটি দেওয়া হচ্ছে। এ জন্য ১১ সেপ্টেম্বরও ছুটি ঘোষণা করতে যাচ্ছে সরকার।

এরফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ৮ সেপ্টেম্বরের পর আবার অফিস করবেন ১৫ সেপ্টেম্বর। অর্থাৎ ৯ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত টানা ছুটি কাটাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

১১ সেপ্টেম্বরের (রবিবার) অফিস ২৪ সেপ্টেম্বর (শনিবার) করতে হবে-এমন শর্তে সাপ্তাহিক ও ঈদের ছুটির মধ্যের কর্মদিবসে ছুটি দেওয়া হচ্ছে। আগামী ১৩ সেপ্টেম্বর বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। ঈদুল আজহার ছুটি থাকবে ১২, ১৩ ও ১৪ সেপ্টেম্বর।

যদিও জনপ্রশাসন মন্ত্রণালয় ঈদুল আজহার সময় টানা ৯ দিনের ছুটি দিতে ১১ সেপ্টেম্বরের সঙ্গে ১৫ সেপ্টেম্বরও ছুটি দেওয়ার প্রস্তাব করেছিল। প্রধানমন্ত্রী শুধু ১১ সেপ্টেম্বরের ছুটি মঞ্জুর করেন।

আগামী ১১ সেপ্টেম্বর ছুটি ঘোষণা করে আদেশ জারির প্রক্রিয়া চলছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে জানিয়েছেন।

সোমবার মন্ত্রিসভা বৈঠকে দু’দিন ছুটি দেওয়ার বিষয়টি আলোচিত হয় বলে জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। তবে এ বিষয়ে কোন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি জানিয়ে তিনি বলেন, ‘আলোচনা হয়েছে একটুখানি, তবে চূড়ান্ত হয়নি। সামারি (প্রস্তাবের সার-সংক্ষেপ) সই হলে তখন বলতে পারব। আলোচনা হাফডান, মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দেবেন।’

গত ঈদুল ফিতরের সময় শবে কদর, সাপ্তাহিক ছুটির সঙ্গে ঈদের ছুটি মিলিয়ে টানা ৯ দিন ছুটি দিতে মাঝখানের (৪ জুলাই) একদিনও ছুটি ঘোষণা করেছিল সরকার।
০৫ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে