ঢাকা : রাজধানীর নয়াপল্টনে মহড়া দিয়ে গিয়ে মার খেল ‘আসল বিএনপি’র নেতাকর্মীরা। সোমবার দুপুর আড়াইটার দিকে তাদের ওপর হামলা চালায় বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপির নেতাকর্মীরা।
হামলায় অন্তত দু'জন আহত হয়েছেন।
সোমবার বিএনপির নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহড়া দেয়ার কথা ছিল কামরুল হাসান নাসিম নেতৃত্বাধীন ‘আসল বিএনপি’র।
এ লক্ষ্যে তাদের নেতাকর্মীরা বিএনপি কার্যালয়ের দিকে যাচ্ছিলেন। জোনাকি সিনেমা হলের কাছে তারা পৌঁছলে বিএনপির নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়।
এতে 'আসল বিএনপি’র দুই কর্মী আহত হন। পরে বিএনপির নেতাকর্মীরা কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘আসল বিএনপি’র মহড়ার খবর পেয়ে বেলা পৌনে দুইটার দিকে বিএনপির নেতাকর্মীরা নয়াপল্টনে কার্যালয়ের সামনে লাঠিসোঁটা নিয়ে জড়ো হতে থাকে।
৫ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম