সোমবার, ০৫ সেপ্টেম্বর, ২০১৬, ০৭:০৮:৩৯

ওভারব্রিজে প্রেমের প্রস্তাব, রাজি না হওয়ায় রিশাকে ছুরিকাঘাত করে ওবায়দুল

ওভারব্রিজে প্রেমের প্রস্তাব, রাজি না হওয়ায় রিশাকে ছুরিকাঘাত করে ওবায়দুল

ঢাকা : রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী সুরাইয়া আক্তার রিশাকে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছেন একমাত্র আসামি ওবায়দুল খান।  ছয়দিনের রিমান্ড শেষ হওয়ার একদিন আগে সোমবার ওবায়দুলকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।

 
মহানগর হাকিম আহসান হাবিব তার নিজের কামরায় ওবায়েদের জবানবন্দী নেয়ার পর তাকে কারাগারে পাঠিয়ে দেয়া হয় বলে জানান আদালতের নারী ও শিশু নির্যাতন মামলার সংশ্লিষ্ট পুলিশের সাধারণ নিবন্ধন কর্তা এসআই মিজানুর রহমান।

জবানবন্দিতে ওবায়দুল বলেন, আমি রিশাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু সে আমার প্রস্তাব প্রত্যাখ্যান করে।  তাই আমি তাকে ছুরিকাঘাত করি।

এর আগে গত ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার তাকে রমনা থানা থেকে সিএমএম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আলী হোসেন।  

শুনানি শেষে তার ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম দোলোয়ার হোসেন।

৩১ আগস্ট বুধবার ভোরে এক মাংস ব্যবসায়ীর সহযোগিতায় নীলফামারী থেকে ওবায়দুলকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গত ২৪ আগস্ট রিশা ও তার বন্ধু মুনতারিফ রহমান রাফি পরীক্ষা শেষে কাকরাইল ওভারব্রিজ দিয়ে পার হওয়ার সময় ওবায়দুল রিশাকে প্রেমের প্রস্তাব দেয়। রিশা তা প্রত্যাখ্যান করলে ওবায়দুল তাকে ছুরিকাঘাত করে।

রক্তাক্ত অবস্থায় রিশাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। ২৮ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রিশা।

এ ঘটনায় ২৪ আগস্ট রিশার মা তানিয়া হোসেন বাদী হয়ে রমনা থানায় একটি মামলা করেন।

রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল সুরাইয়া আক্তার রিশা (১৪)।  
৫ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে