ঢাকা : মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরের প্রতিবাদ জানানোয় পাকিস্তান ও তুরস্ককে ‘নিজেদের আখের গোছানোর পরামর্শ দিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।
সোমবার রাজধানীর দৈনিক বাংলায় কর্মসংস্থান ব্যাংক প্রাঙ্গণে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ পরামর্শ দেন।
শোক দিবসের আলোচনা সভার আয়োজন করে কর্মসংস্থান ব্যাংক কর্মচারী ইউনিয়ন।
শাজাহান খান বলেন, বিচারব্যবস্থার বিপক্ষে গিয়ে কথা বলে ব্যর্থ রাষ্ট্র পাকিস্তান। ইদানিং তুরস্কও বিরুদ্ধাচরণ করছে। তাদের বলি- নিজেদের আখের গোছান।
তিনি বলেন, অন্যায় পরিহার করুন ও ন্যায়কে অভিবাদন জানানো শেখেন। বাংলাদেশ কারো বিষয়ে নাক গলায় না। যদি যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধীদের বিচারের সময় নিন্দা জানায় তাহলে তাদের দেশে ব্যর্থ অভ্যুত্থানকারীদের কোনো বিচার করা হবে না।
কর্মসংস্থান ব্যাংক কর্মচারী ইউনিয়নের সভাপতি সাখাওয়াত হোসেন মানিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান পরীক্ষিৎ দত্ত, সোনালী ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক বলরাম পোদ্দার, সোনালী ব্যাংক কর্মচারী ইউনিয়নের সভাপতি কামাল উদ্দিন প্রমুখ।
এদিকে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর নিয়ে পাকিস্তান ও তুরস্কের মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার।
৫ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম