মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর, ২০১৬, ০২:০৮:১৪

জামিনে কারামুক্ত শফিক রেহমান

জামিনে কারামুক্ত শফিক রেহমান

নিউজ ডেস্ক : সিনিয়র সাংবাদিক শফিক রেহমান জামিনে গাজিপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। হৃদরোগ ও ডায়াবেটিসের সমস্যার কারণে তাকে রাজধানীর শাহবাগের বারডেম হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

মঙ্গলবার দুপুর ১২টা ৫০ মিনিটে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে শফিক রেহমান মুক্তি পান। এ তথ্য নিশ্চিত করেছেন শফিক রেহমানের ভাগ্নে ও ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক রাজিব আহসান চৌধুরী পাপ্পু।

তিনি বলেন, দুপুরে মামা জামিনে মুক্তি পেয়েছেন। কারা ফটকে মামাকে গোলাপ ফুল দিয়ে বরণ করেন মামী তালেয়া রেহমান, সাংবাদিক সজিব ওনাসিস, ধানের শীষ সম্পাদক ডা. সায়ন্থ সাখাওয়াৎ এবং ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি আহাদ হোসেন।

পাপ্পু জানান, শফিক রেহমান হৃদরোগ ও ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন। কাশিমপুর কারাগার থেকে মুক্তির পর তাকে সরাসরি বারডেম হাসপাতালে নিয়ে যাচ্ছেন স্বজনরা।

এদিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার‍-২-এর সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানান, গত ৩১ আগস্ট শফিক রেহমান উচ্চ আদালত থেকে জামিন পান। এরপর সোমবার রাতে তার বেইলবন্ড (জামিনের কাগজপত্র) কারাগারে পৌঁছলে মঙ্গলবার দুপুরে তাকে মুক্তি দেয়া হয়।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা পরিকল্পনার অভিযোগে গত ১৬ এপ্রিল রাজধানীর ইস্কাটনের নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছিল সাংবাদিক শফিক রেহমানকে।
০৬ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে