ঢাকা : গুরুতর অসুস্থ বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য আ স ম হান্নান শাহকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (লাইফ সাপোর্ট) রাখা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয় বলে জানান তার একান্ত সচিব ইউনুস বাবুল।
তিনি বলেন, স্যার স্ট্রোক করলে সকাল পৌনে ১০টায় দ্রুত তাকে সিএমএইচে ভর্তি করা হয়। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। আগামী ২৪ ঘণ্টার আগে তার শারীরিক অবস্থার উন্নতির বিষয়ে কিছু বলতে পারছেন না চিকিৎসকরা। তবে তার পেশার কিছুটা নিয়ন্ত্রণে এসছে।
৭৭ বছর বয়সী সাবেক এই ব্রিগেডিয়ার জেনারেল কয়েকদিন ধরে অসুস্থবোধ করছিলেন বলে জানান বাবুল।
হান্নান শাহ্ বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের পাট ও বস্ত্রমন্ত্রী ছিলেন। বিগত সেনা নিয়ন্ত্রিত ১/১১-এর দুঃসময় যখন বিএনপি ভাঙার চেষ্টা হয়, তখন হান্নান শাহ্ দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে জোরালো ভূমিকা রাখেন। বিএনপির দুঃসময়ে কাণ্ডারি হিসেবে তিনি দেশবাসীর কাছে অধিক সমাদিত।
এদিকে হান্নান শাহ্’র বড় ছেলে শাহ্ রেজাউল হান্নান এক ফেসবুক স্ট্যাটাসে জানান, বাবা সম্মিলিত সামরিক হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। তিনি পরিবারের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
০৬ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম