ঢাকা : রাজধানীর ২৩, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের পুরনো ভবনটি বিক্রি হয়েছে ৭ লাখ টাকায়। এ ভবন ভাঙার জন্য ক্রেতা ঠিকাদারের সঙ্গে দুই বছরের চুক্তি হলেও ঈদুল আজহার এক মাস পরই শেষ হবে ভবন ভাঙার কাজ।
প্রতিদিন ২০ থেকে ২৪ জন শ্রমিক ভবনটি ভাঙার কাজ করছেন। সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভবন ভাঙার কাজ চলে। আগামী ১৫ দিনের মধ্যে ভবন ভাঙার কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
এরপরই শুরু হবে ভবন নির্মাণের কাজ। ভবনটি ভাঙা থেকে শুরু করে নির্মাণকাজ করছেন ঠিকাদার কামাল উদ্দিন ও জামাল উদ্দিন।
১৯৪৯ সালে প্রতিষ্ঠার পর থেকে আওয়ামী লীগের অফিস স্থানান্তরের ঘটনা ঘটেছে বেশ কয়েকবার। পুরান ঢাকার কে এম দাশ লেনের রোজ গার্ডেনে ১৯৪৯ সালের ২৩ জুন আত্মপ্রকাশ করে আওয়ামী লীগ। ১৯৫৩ সাল থেকে ৯ কানকুন বাড়ি লেনে অস্থায়ী একটি অফিস ব্যবহার করা হতো।
১৯৫৬ সালে পুরান ঢাকার ৫৬ সিমসন রোডে দলের অফিস স্থাপন করা হয়। ১৯৬৪ সালের ২৫ জানুয়ারি আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করার পর তৎকালীন সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৯১, নবাবপুর রোডে দলের অফিস নেন।
এরপর অস্থায়ীভাবে সদরঘাটের রূপমহল সিনেমা হলের গলিতে কিছুদিন বসেন নেতারা। পরে পুরানা পল্টনে দুটি স্থানে দীর্ঘদিন দলের অফিস ছিল।
স্বাধীনতা-উত্তর ১২২, সার্কিট হাউস রোডে কিছুদিনের জন্য আওয়ামী লীগের অফিস ছিল।
পরে আবারো পুরান ঢাকার নবাবপুরে অফিস স্থানান্তরিত হয়।
শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি হওয়ার পর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের বর্তমান অফিসটি ভাড়া নেয়া হয়। আওয়ামী লীগের অফিস এখন ১০ তলায় রূপান্তরিত হচ্ছে।
৬ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এমএস