বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৫, ১২:০৯:৫৭

আন্দোলনে সরকারি কলেজের শিক্ষকরা

 আন্দোলনে সরকারি কলেজের শিক্ষকরা

ঢাকা : পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনের পাশাপাশি এবার মাঠে নামছেন দেশের ৩০৬টি সরকারি কলেজের শিক্ষকরা।

সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাতিলের প্রতিবাদে এবং অধ্যাপকদের বিদ্যমান বৈষম্যমূলক বেতন স্কেল আপগ্রেডেশনের দাবিতে আজ সারা দেশের সরকারি কলেজ, সব শিক্ষা বোর্ড ও শিক্ষাসংশ্লিষ্ট অফিসে পূর্ণদিবস কর্মবিরতি ঘোষণা করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি।

আজ কলেজে নিয়মিত কোনো ক্লাস-পরীক্ষা নেওয়া হবে না। অথচ আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিবিএ ও মাস্টার্সের পরীক্ষা রয়েছে। সরকারি কলেজগুলো এসব পরীক্ষা না নেওয়ায় বন্ধ রাখতে হবে বেসরকারি কলেজের পরীক্ষাও। এ ছাড়া সরকারি কলেজের প্রায় ১৩ লাখ শিক্ষার্থীর অনেকের আজ আন্তপরীক্ষা রয়েছে। ফলে বিপাকে রয়েছে এসব শিক্ষার্থী।

শিক্ষকদের অভিযোগ, নতুন পে স্কেলে টাকা বাড়লেও মর্যাদার দিক দিয়ে পিছিয়ে যাচ্ছেন তারা। এ সমস্যা সমাধান না করলে তারা দীর্ঘমেয়াদি কঠোর কর্মসূচির দিকে যাবেন।
১০ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে