নিউজ ডেস্ক : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দৌলতদিয়ার দু'টি ফেরিঘাট বন্ধ থাকা এবং ঢাকার দিকে গরুর ট্রাকের চাপে এই যানজট দেখা দিয়েছে।
মঙ্গলবার গভীর রাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশ থেকে গাজীপুরের সীমানায় চন্দ্রা পর্যন্ত ৭০ কিলোমিটার এলাকাজুড়ে সড়কে গাড়ি চলছে থেমে থেমে। এতে দুর্ভোগে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা।
টাঙ্গাইল জেলা পুলিশের ট্রাফিক পরিদর্শক (টিআই) এরশাদুল হক জানান, পাটুরিয়া-দৌলতদিয়ার এক পাশের দু'টি ফেরিঘাট বন্ধ থাকায় অনেক যানবাহন সড়ক পথে ঢাকা আসছে। এছাড়া কোরবানির মৌসুমে উত্তরবঙ্গ থেকে গরু ভর্তি অনেক ট্রাক ঢাকার দিকে যাচ্ছে। এ কারণে রাত থেকে এ সড়কের ঢাকামুখী অংশে গাড়ির তীব্র চাপ রয়েছে।”
বঙ্গবন্ধু সেতুএলাকা থেকে ঢাকার দিকে তীব্র এ যানজটে দুর্ভোগে পড়েছেন ঢাকামুখী যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ট্রাফিক ও হাইওয়ে পুলিশ কাজ করছে বলেও জানান পরিদর্শক এরশাদুল হক।
০৭ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম