নিউজ ডেস্ক : পবিত্র হজ পালনের উদ্দেশ্যে আজ বুধবার সন্ধ্যায় সৌদি আরব যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, সৌদি সরকারের রাজকীয় অতিথি হিসাবে বেগম খালেদা জিয়া পবিত্র হজ পালন করবেন। লন্ডনে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানও সপরিবারে হজ পালনের জন্য একই সময়ে সৌদি আরব যাবেন। সেখানে যাওয়ার সম্ভাবনা আছে ছোটপুত্র মরহুম আরাফাত রহমান কোকোর পরিবারেরও।
০৭ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম